বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji: উত্তম কুমারের সঙ্গে কাজ করার জন্য অতি উত্তম বানানো! সৃজিত বললেন, 'সময়ের কাঁটাকে আমি...'
পরবর্তী খবর
Srijit Mukherji: উত্তম কুমারের সঙ্গে কাজ করার জন্য অতি উত্তম বানানো! সৃজিত বললেন, 'সময়ের কাঁটাকে আমি...'
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2024, 03:13 PM ISTSubhasmita Kanji
Srijit Mukherji: মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি অতি উত্তম। এই ছবিতেই দীর্ঘ সময়ের পর দেখা যাবে মহানায়ক উত্তম কুমারকে। সেই প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
উত্তম কুমারের সঙ্গে কাজ করার জন্য অতি উত্তম বানানো!
দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন উত্তম কুমার। তাঁর মৃত্যুর পর এই প্রথম তাঁকে নতুন ভাবে বড় পর্দায় দেখা যাবে। প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে নতুন ভাবে উত্তম কুমারকে নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আসছে তাঁর নতুন ছবি অতি উত্তম। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। এবার এটা নিয়ে কী জানালেন পরিচালক?
অতি উত্তম নিয়ে কী বললেন সৃজিত মুখোপাধ্যায়?
অতি উত্তম ছবিটি ভারতের প্রথম ছবি যেখানে কোনও অভিনেতার মৃত্যুর পর তাঁর করে যাওয়া ছবির ফুটেজ নিয়ে একটি আস্ত ছবি বানিয়ে ফেলা হয়েছে। এই ছবির ভাবনা কীভাবে এসেছে পরিচালকের মাথায়? এই প্রসঙ্গে তিনি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'আমার জন্ম যে সময়ে সেই সময়ে উত্তম কুমারের সঙ্গে কাজ করা সৌভাগ্য হয়নি। আর তাছাড়া ভাবলাম সময়ের কাঁটাকে উপড়ে ফেলে কীভাবে পিছিয়ে গিয়ে তাঁকে নিয়ে কাজ করা যায়।'
পুরনো ছবির ফুটেজ কেটে কেটে বানানো এই ছবির প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'এটা একটা খুবই জটিল কাজ ছিল। সেই সময়ের ছবির প্রিন্টের অবস্থা খুবই খারাপ। নায়ক ছাড়া কয়েকটি ছবিই মাত্র হাতে গুনে রেস্টর করা হয়েছে। তাছাড়া যাঁদের কাছে উত্তম কুমারের ছবির সত্ব আছে তাঁদের খুঁজে বের করে সেখান থেকে ফুটেজ নেওয়া খুবই ঝক্কির।' তিনি আরও জানান, 'এত ঝক্কি সামলে যে ছবিটা যে তৈরি হবে সেটাই ঠিক ছিল না।'
কিন্তু এই ছবির ট্রেলার নিয়ে যে বিস্তর ট্রোল হয়েছে সেটা নিয়ে কী মত সৃজিতের?
পরিচালকের কথায়, 'ট্রোল না হলেই অবাক হতাম। তাছাড়া যে মিম গুলো তৈরি হচ্ছে বা হয়েছে সেগুলোতে বেশ বুদ্ধিমত্তার ছাপ আছে। ফলে ভালোই লেগেছে। আমি তো নিজেও শেয়ার করেছি।'
সৃজিতের ছবি মানে বারবার উত্তমের প্রসঙ্গ এটা কেন? এই প্রশ্নে তিনি জানান সম্পূর্ণ বিষয়টি কাকতালীয়। তবে তিনি খুশি যে অমিতাভ বচ্চন এই ছবির ট্রেলার শেয়ার করেছেন। তাঁর কথায়, 'আমার কাজের খবর অমিতাভ বচ্চন রাখেন। জন্মদিনেও কথা হয়। নতুন কিছু নিয়ে কজ করলেও জানাই।'