তাহসান খান সংবাদমাধ্যমকে জানান, ‘বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই পেলাম না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবা নিথর হয়ে যান। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা জানান পথেই বাবার মৃত্যু হয়েছে। সবাই প্রার্থনা করুন, বাবার দাফনের কথা পরে জানানো হয়।’
তাহসান খান, সৃজিত-মিথিলা
বাবাকে হারালেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খান। যিনি কিনা আবার হলেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন শ্বশুরমশাই। বুধবার রাত ৮টা নাগাদ তাহসান খানের বাবা সানাউর রহমান খানের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। এখবর নিজেই সকলকে জানান গায়ক, অভিনেতা তাহসান। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই পেলাম না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবা নিথর হয়ে যান। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা জানান পথেই বাবার মৃত্যু হয়েছে। সবাই প্রার্থনা করুন, বাবার দাফনের কথা পরে জানানো হয়।’
জানা যাচ্ছে, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান। তিনমাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময়ও তাঁর পাশেই ছিলেন ছেলে তাহসান। তবে গত সাতদিন আগেও গায়ক বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে স্বস্তিতে ছিলেন গায়কের পরিবার, তবে সেটা দীর্ঘস্থায়ী হল না। তাহসান খান জানান, ইফতারের পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা।