হেমলক সোসাইটি মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে ১৩ বছর। এবার আসছে এই ছবির সিক্যুয়েল কিলবিল সোসাইটি। ইতিমধ্যেই সেই ছবির ঘোষণা হয়ে গেছে। প্রকাশ্যে এসেছে পোস্টার। এবার জানা গেল এই ছবি সংক্রান্ত আরও এক চমকপ্রদ তথ্য। সৃজিত মুখোপাধ্যায় জানালেন, 'ইতিহাস তৈরি হতে চলল...'
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
কী ঘটেছে?
এদিন সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গেল একফ্রেমে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন রূপম ইসলাম এবং সিধু। এই ছবিটি পোস্ট করে কিলবিল সোসাইটি ছবির পরিচালক লেখেন, 'ইতিহাস তৈরি হতে চলেছে। এই প্রথমবার রূপম এবং সিধু ডুয়েট রেকর্ড করল।' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন কিলবিল সোসাইটি।
এই ছবিটি দেখে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মজা করে লেখেন, 'এই মানুষটা দরকারে ইউক্রেন আর রাশিয়াকেও এক ছাদের তলায় নিয়ে আসতে পারেন।' আরেকজন লেখেন, 'এই ছবির জন্য আর তর সইছে না।'
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটির পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আগের বারের মতোই থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে কোয়েল মল্লিককে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে না এই ছবিতে। বরং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বহুরূপী খ্যাত কৌশানি মুখোপাধ্যায়। থাকবেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। এই ছবির সঙ্গীতের দায়িত্বে থাকবেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। কিলবিল সোসাইটি ছবিটির প্রযোজনা করছে SVF। ছবির পোস্টার প্রকাশ্যে এলেও ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানানো হয়নি।
কিলবিল সোসাইটি ছবির পোস্টার
সরস্বতী পুজোর দিন, রবিবার, ২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে কিলবিল সোসাইটির পোস্টার। ছবির প্রযোজনা সংস্থার পেজের তরফে পোস্ট করা হয় সেই ছবি। পোস্টারে দেখা যাচ্ছে একটি বন্দুক। তার থেকে গুলি বেরিয়ে লেখা 'শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই।' সঙ্গে হেমলক সোসাইটির জনপ্রিয় গান জল ফড়িং সহ এখন অনেক রাত লেখা। বাদ যায়নি হিট সংলাপ মরবে মরো ছড়িও না। আর মাঝে লেখা কিলবিল সোসাইটি, আমাদের কোনও শাখা নেই।
আরও পড়ুন: বরের সঙ্গে মহাকুম্ভের পথে ইমন! স্নান নয়, কীসের টানে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে?
সৃজিত মুখোপাধ্যায়ের অন্যান্য কাজ
সৃজিত মুখোপাধ্যায়ের একাধিক কাজ এই বছর আসবে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সত্যি বলে সত্যি কিছু নেই। এক রুকা হুয়া ফ্যায়সলা অবলম্বনে বানানো ছবিটি ব্যাপক সাড়া পেয়েছে দর্শকদের থেকে। এছাড়া আগামীতে মুক্তি পাবে তাঁর উইঙ্কেল টুইঙ্কেল। সদ্যই সেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। আর কিলবিল সোসাইটি তো আছেই।