
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সৃজিতা দে আবার ফিরে এলেন বিগ বস হাউজে। তিনি হচ্ছেন প্রথম প্রতিযোগী যিনি বিগ বস ১৬ থেকে বাদ হয়ে গিয়েছিলেন। এবার তিনিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ফেরত এলেন। কালার্স টিভির তরফে এটি ঘোষণা করে একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায় টিনা দত্তর উদ্দেশে সৃজিতা কিছু অস্বস্তিকর মন্তব্য করছেন।
নানান উত্তেজনার মধ্যে বিগ বসের তরফে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে সৃজিতা দের নাম ঘোষণা করা হল। যেখানে তাঁর নাম শুনে বিগ বস হাউজের বাকি সকল প্রতিযোগী দারুন খুশি হয় সেখানে টিনাকে চমকে উঠতে দেখা যায়। এরপর তাঁর উদ্দেশে সৃজিতার একটি ভিডিয়ো মেসেজ দেখা যায় যেখানে তিনি টিনাকে বলছেন যে 'তুমি নেতিবাচক এনার্জিতে ভরপুর।' যখন টিনা তাঁকে উত্তর দিতে যান তখন তিনি বলেন, 'দয়া করে আমার এনার্জি পরিমণ্ডলের বাইরে থাকো।
এরপর প্রোমো ভিডিয়োতে তাঁকে বিগ বস হাউজে ঢুকতে দেখা যায়। আর বিগ বস হাউজে এসেই তিনি শালিন ভানোতকে জড়িয়ে ধরেন। গোটা বাড়ি তাঁদের জন্য চিৎকার করে ওঠে। টিনা যখন রেগে তাঁদের দিকে এগিয়ে আসেন তখন তাঁকে দেখিয়েই সৃজিতা বলেন, 'এবার আমি শালিনকে জড়িয়ে ধরতে পারব।'
এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করার পর এক দর্শক মন্তব্য করেন এই পোস্টে, তিনি লেখেন, 'এবার টিনাকে উনি উচিত শিক্ষা দেবেন। টিনা যত মেকি কাজকর্ম করেন এবার সব প্রকাশ্যে আসবে।' আরেকজন এই বিষয়ে টুইটারে লেখেন, 'এবারে টিনার এই মেকি রূপটা আরও প্রকাশ্যে আসবে। খালি সৃজিতা কঠোরভাবে ওর সামনে রুখে দাঁড়াক।'
তবে এসবের মধ্যে এক ব্যক্তির কমেন্ট সকলের নজর কাড়ে, তিনি লেখেন, 'ব্যাস এখন থেকেই স্পষ্ট হয়ে গেল যে এবার আর টিনাকে বাদ দেওয়া হবে না। সুম্বুল বা নিমরিতকেই বাদ দেওয়া হবে। আর সেটার জন্যই এটা করা হল, ভালো প্ল্যান।'
বিকাশ মানকতলাও ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বস হাউজে ঢুকেছেন। তাঁকে অমর হুদার চরিত্রে দেখা গিয়েছিল লেফট রাইট লফটে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports