সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে অনেকেই এদিন সৌমিতৃষা কুণ্ডুর গায়ে হলুদের ভিডিয়ো দেখে ফেলেছেন। যার ক্যাপশানে নিমন্ত্রণ জানিয়ে লেখা হয়েছে, ‘গায়ে হলুদের পর্ব শুরু, বিয়ের লগ্ন একটু পরেই। আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে। সপরিবারে উপস্থিত থাকবেন।’ আর এটা দেখেই অনেকেই হয়ত চমকে উঠেছেন, সত্যিই ‘মিঠাই’ সৌমিতৃষার বিয়ে নাকি?
নাহ সরাসরি সৌমিতৃষার বিয়ে নয়, পাত্রীর নাম এখানে 'দেবী'। তারই বিয়ের তোড়জোড় চলছে। হ্য়াঁ, ঠিকই ধরেছেন এই দৃশ্য সৌমিতৃষার নয়, তাঁর প্রথম ওয়েব সিরিজ 'কালরাত্রি'র ফার্স্ট লুক ভিডিয়ো। ৬ ডিসেম্বর থেকে 'হইচই'তে দেখা যাবে এই সিরিজ। 'কালরাত্রি'র হাত ধরে প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী।
জানা যাচ্ছে, সিরিজের গল্প অনুসারে, দেবীর বিয়ের দিনেই তাঁর এক বন্ধুর করা ভবিষ্য়ৎবাণী ফলে যায়। বিয়ের পরদিনই মারা যায় দেবীর স্বামী। আর তারপরই তাঁর জীবনে নেমে আসে চরম অন্ধকার। এরপর কী ঘটবে দেবীর জীবনে? মূলত মার্ডার মিস্ট্রিকে নিয়েই তৈরি হয়েছে এই সিরিজের গল্প। রয়েছে আরও নানান জটিলতা, রয়েছে টানটান উত্তেজনা। দেবী চরিত্রটিকে যেমন স্বামীর শোকে বিহ্বল হতে দেখা যাবে, তেমনই স্বামীর মৃত্যু রহস্য উদঘাটন করতেও মরিয়া হয়ে উঠতে দেখা যাবে।
এই সিরিজটির পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী। যিনি কিনা এর আগে নিখোঁজ সিরিজটির পরিচালক ছিলেন। জানা যাচ্ছে এই থ্রিলার সিরিজে সৌমিতৃষার সঙ্গে দেখা যাবে ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখকে। রয়েছেন রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্ররা। এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়রা।