কদিন ধরেই খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই অভিনেতা আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর বিয়েতে, সৌমিতৃষার না থাকাটা নিয়ে চলছে টানা লেখালিখি। যদিও অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে ‘গুরুত্ব’ দিয়ে এভাবে সকলে মিলে তাঁকে নিয়ে আলোচন বেশ তারিয়ে উপভোগ করেছেন তিনি!
রাজের সঙ্গে ভোটপ্রচারে সৌমিতৃষা:
এবার সৌমিতৃষা কুণ্ডু-কে দেখা গেল তৃণমূলের ভোট প্রচারের মঞ্চে। রাজ চক্রবর্তীর ইলেকশন র্যালিতে সামিল হয়েছিলেন তিনি। সৌমিতৃষার ফ্যানক্লাবের তরফে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুড খোলা গাড়িতে রাজের পাশে দাঁড়িয়ে আছেন সৌমিতৃষা। ব্যারাকপুরের বিধায়ক রাজের গায়ে সাদা পাজামা-পাঞ্জাবি। আর সৌমিতৃষা পরেছিলেন লাল পোশাক।
আরও পড়ুন: ঝমঝমে বৃষ্টি, বেরিয়েছিলেন গাড়ি নিয়ে! আদৃত-কৌশাম্বির বিয়ের রাতে কী করেন সৌমিতৃষা
উপস্থিত জনতা রীতিমতো ফুল ছুড়তে থাকে রাজ-সৌমিতৃষার উপরে। এক মহিলা এগিয়ে এসে জল-মিষ্টিও খাওয়ান তাঁকে।
দেখুন সেই ভিডিয়ো-
ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়ে এক নেট-নাগরিক লিখলেন, ‘যাই করো, কখনো রাজনীতিতে ঢুকো না। তোমার জীবন শেষ হয়ে যাবে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘সত্যি যেন মিষ্টি পুতুল একটা। আমাদের রাজকুমারী’। তৃতীয়জন লিখলেন, ‘এটা কী দেখছি! জয় গোপাল।’
আরও পড়ুন: ৩৬ বছর বয়সে ৩ বার বিয়ে! এখনও আসে নতুন প্রেমের খবর, কোন টলি-নায়িকার ছবি বলুন তো?