বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonu Nigam on Arijit Singh: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
পরবর্তী খবর
Sonu Nigam on Arijit Singh: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান
1 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2023, 09:22 PM ISTSubhasmita Kanji
Sonu Nigam on Arijit Singh: অরিজিৎ সিংয়ের অকুণ্ঠ প্রশংসা সোনু নিগমের। বললেন আজ অরিজিৎ যে খ্যাতি পাচ্ছেন সেটা তিনি ডিসার্ভ করেন।
Ad
অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর
অরিজিৎ সিং এখন যাতেই হাত দেন তাতেই সোনা ফলে! তাঁর গাওয়া সব গানই সুপারহিট। জওয়ানের চালেয়া থেকে দশম অবতারের বাউন্ডুলে ঘুড়ি সবই দর্শকদের মন কেড়েছে। দেশ তো বটেই গোটা পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে আছে তাঁর অগুনতি ভক্ত। এবার সেই গায়কের অকুণ্ঠ প্রশংসা শোনা গেল সোনু নিগমের কণ্ঠে।
একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের ভূয়সী প্রশংসা করেন সোনু। জানালেন আজ অরিজিৎ যা যা পাচ্ছেন সেসব কিছুই তিনি ডিসার্ভ করেন। তিনি আরও এগোবেন তাঁর কেরিয়ারে।
অরিজিৎ সিং প্রসঙ্গে সোনু নিগম
অরিজিৎ সিংকে নিয়ে একটি সাক্ষাৎকারে সোনু নিগমকে বলতে শোনা যায়, 'অরিজিৎকে নিয়ে যদি বলতে হয় এ সব কিছুই ওর প্রাপ্য। এগুলো ওর পাওয়ার কথাই। ওর মতো এত ভালো গায়ক, বহুদিন পর ইন্ডাস্ট্রিতে এল। আমি থাকি বা না থাকি, ও সামনে এগোবেই। কেরিয়ারে আরও অনেক দূর যাবে অরিজিৎ।'
এরপরই সেই সাক্ষাৎকারে গায়ককে জিজ্ঞেস করা হয় যে কখনও কি তাঁকে এবং অরিজিৎকে একত্রে কোনও গান গাইতে শোনা যাবে? উত্তরে তিনি বলেন, সৃজিত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবিতে তাঁরা একটি গান গেয়েছেন। সোনুর কথায়, 'হ্যাঁ, একটা গান তো জলদিই মুক্তি পেতে চলেছে। কিন্তু আমি জানি না অরিজিৎ এখনও ওর অংশটা গেয়েছে কিনা। তবে এটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবির গান, বাংলা ছবিতে আমরা দুজন একটি হিন্দি গান গেয়েছি।' তবে কোন ছবি সেটা জানা যায়নি।
এই পোস্টে অনেকে জানতে চেয়েছেন সেই ছবিটি কি দশম অবতার? উত্তরে জানানো হয়েছে যে না, দশম অবতার নয়, অন্য কিছু। কিন্তু কোন ছবি, সেটার নাম প্রকাশ্যে আনা হয়নি।