সম্প্রতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের ভিনধর্মে বিয়ে নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তবে সব বিতর্ক, জল্পনা ভুলে দুই পরিবারকে পাশে নিয়ে ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন, ঘটা করে রিসেপশন পার্টিও দিয়েছিলেন সোনাক্ষী-জাহির। আর বিয়ের পর আরও একবার ফের আলোচনায় এই নবদম্পতি। আর এবার আরও একবার আলোচনায় সোনাক্ষী-জাহির। কিন্তু কেন?
শনিবার সক্কাল সক্কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিয়ো। এদিন নব-দম্পতিকে সাদা মার্সিডিজ গাড়ি করে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখা যায়। যদিও এদিন পাপারাৎজিদের এড়িয়ে হাসপাতাল থেকে ফের বের হয়ে যান তাঁরা। আর তারপরই নানান জল্পনা ছড়াতে শুরু করে।
ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সোনাক্ষী কি তবে অন্তঃসত্ত্বা ছিলেন? কেউ লিখেছেন, 'আলিয়াও তো রণবীরের সঙ্গে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। সোনাক্ষীরও কি সেই একই হাল?' কারোর কথায়, জাহির-সোনাক্ষী যদি বাবা-মা হতে চলেন, সেটাও তো ভালো খবর। এতে এত প্রশ্নের কী আছে!' কারোর কথায়, ‘বেবি আসছে? এই জন্যই কি চটজলদি বিয়ে?’ কারোর মন্তব্য, ‘সোনাক্ষী তাহলে অন্তঃসত্ত্বা?’ আবার কেউ এখানেও ‘হবু সন্তানের ধর্ম কী হবে’? তা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি।