নিজে সে অর্থে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকলেও বন্ধুর প্রোফাইলে দেখা মিলল অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। বর্তমানে তিনি ‘হলিডে মুডে’ রয়েছেন! কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। সেই ছবি প্রচারের কাজ, ইত্যাদি মিটতেই ছুটির মেজাজে ধরা দিলেন নায়িকা।
শোলাঙ্কি রায়কে বিগত কয়েক মাস ধরে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। সেই ধারাবাহিকে তাঁর চরিত্রের অংশ শেষ হওয়ার পর তিনি ব্যস্ত হয়ে পড়েন ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি নিয়ে। ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের ৮ বছর পর তিনি এই ছবিতে আবারও জুটি বাঁধেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।
এক টানা কাজের পর আপাতত বিরতি নিয়েছেন শোলাঙ্কি। তাই ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন সুদূর মুম্বইতে। বন্ধুর সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। কোন বন্ধু? টলিউডের অতি চেনা মুখ সোহম মজুমদারের সঙ্গে। শোলাঙ্কি নিজে এই বিষয়ে কিছু পোস্ট না করলেও সোহম মজুমদারের ইনস্টাগ্রাম স্টোরিজে দেখা গেল তাঁকে। সেই ছবিতে তিনি জিন্স, টপ এবং ম্যাচিং গয়না পরে পোজ দিয়েছেন। আর সেই মুহূর্তকে টুক করে ফ্রেমবন্দি করেছেন সোহম।
আরও পড়ুন: আট বছরে একটুও বদলায়নি বিক্রম, হঠাৎ কেন বললেন শোলাঙ্কি
সোহম মজুমদার শোলাঙ্কির এই ছবি পোস্ট করে লেখেন, 'দেখুন কে এসেছে এখানে!' আর এই ছবি দেখে এতদিন ইন্ডাস্ট্রির অন্দরে যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা অনেকটাই বেড়ে গিয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা দুজন নাকি প্রেম করছেন। সম্পর্কে জড়িয়েছেন সোহম এবং শোলাঙ্কি। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এই কথাকে স্বীকৃতি দেননি কেউই।
তবে যতই সম্পর্কের কথা তাঁরা প্রকাশ্যে না আনুক একে অন্যের সঙ্গে যে মাঝে মধ্যে তাঁরা সময় কাটান সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। আর তখনই প্রশ্নটা বারবার ফিরে আসে, সোহম শোলাঙ্কি কি কেবলই বন্ধু, নাকি...?

সোহমের ইনস্টা স্টোরি
প্রসঙ্গত সোহম এখন বলিউডে একাধিক প্রজেক্টে কাজ করছেন। তাঁকে বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে ‘সিটাডেল’ সিরিজে দেখা যাবে। এছাড়া তিনি টাবুর সঙ্গেও একটি কাজ করছেন। ফলে এখন তিনি অধিকাংশ সময় মুম্বইতে কাটান।