জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছোটপর্দার মাধ্যমে বিনোদন জগতে পা রাখলেও বর্তমানে সিনেমা থেকে সিরিজ সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন নায়িকা। তবে তাঁর কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও মাঝে মধ্যেই উঠে আসে চর্চায়। একটা সময় ভালোবেসে স্কুলের বন্ধু শাক্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নায়িকা। কিন্তু হঠাৎ করেই তাঁদের মধ্যে আসে বিচ্ছেদ। সেই বিচ্ছেদের কথা শোলাঙ্কি সকলকে জানালেও, কেন সেই বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কখনও মুখ খোলেননি নায়িকা। এবার অবশেষে এই নিয়ে কথা বললেন তিনি।
আরও পড়ুন: মধুমিতা-রণিতা-দীপান্বিতারা ফিরছেন ছোটপর্দায়, একই ধারাবাহিকে দেখা যাবে নায়িকাদের? কোন চ্যানেলে জানেন?
কী বললেন শোলাঙ্কি?
‘স্টেট আপ উইথ শ্রী’তে তাঁর বিচ্ছেদের কারণ প্রসঙ্গে বলতে গিয়ে নায়িকা বলেন, ‘আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দু’জন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল, সেটার পর আর আমাদের আর সে ভাবে কথা হত না। আমার যখন কাজ শেষ হত ও তখন ঘুম থেকে উঠত, আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই। কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। তারপর একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম যে, এই বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এবার কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়াও আসতে আসতে বুঝতে পেরেছিলাম যে ওঁর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়। আর আমার পক্ষেও সম্ভব হয়নি। আমি চেষ্টা অবশ্যই করেছিলাম, প্রথম ছ'মাস কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনও একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই হয় মেয়েটি ঠকাচ্ছে বা ছেলেটি।'
আরও পড়ুন: এবার রাজনীতিবিদ সলমন খান! 'বিগ বস ১৯'-এর টিজারের সঙ্গে বড় ঘোষণা ‘ভাইজান’-এর
প্রসঙ্গত, ২০১৮ সালের গোড়ায় স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ধুমধাম করে বেঁধেছিলেন গাঁটছড়া। এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি দেন। বছর খানেক পর ফিরে আসেন তিনি, এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। তারপরই জানা যায় তাঁদের ডিভোর্স হয়েছে। এর মাঝে সোহম মজুমদারের নামও উঠে আসে বারবার। নায়িকা মুম্বই পাড়ি দেন। সেখানে সোহম আগে থেকেই যেহেতু কাজ করছিলেন, তাই অনেকেই এই দাবি করেন সোহম মনে হয় তাঁকে সাহায্য করছেন। পরে অবশ্য এই ধারণাকে নস্যাৎ করে দেন অভিনেত্রী। পাশাপাশি জানান তিনি এবং সোহম একে অপরের খুব ভালো বন্ধু।
কাজের সূত্রে, ‘ইচ্ছেনদী’ দিয়ে কেরিয়ার শুরুর পরেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল তাঁকে। এরপর ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁটছড়া’-র মতো হিট মেগায় দর্শকরা দেখেছে শোলাঙ্কিকে। তাছাড়াও কাজ করেছেন একাধিক বাংলা ওয়েব সিরিজ, ছবিতে।