সঙ্গীতশিল্পী শান-এর আবাসনে আগুন। মঙ্গলবার ভোর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন সঙ্গীতশিল্পীর অনুরাগীরা। তাঁদের সকলের একটাই প্রশ্ন ছিল, শান ঠিক আছেন তো? অবশেষে ঘটনা নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী। কী জানালেন তিনি?
Hindustan Times-কে শান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। তখন ৭তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নিচে নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, এদিকে ছাদে তখন তালাবন্ধ। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই। দুর্ভাগ্যবশত, ওঁরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।’
শান আরও বলেন, ‘আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।’
প্রসঙ্গত, সোমবার মাঝরাতে মুম্বইয়ের বান্দ্রার ফরচুন এনক্লেভ বিল্ডিংয়ে ৭ম তলায় আগুন লাগে। যদিও সঙ্গীতশিল্পী এই আবাসনের ১১ তলার বাসিন্দা। ওই সময় সেখানকার বাসিন্দাদের অগ্নিপরীক্ষা ছিল কীভাবে তাঁরা নিরাপদে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারবেন। একই পরিস্থিতিতে পড়েন শানও। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন ও দমকলের অন্যান্য গাড়ি। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন-বয়স মাত্র ১১, এই বয়সেই বই লিখে ফেলল সহজ, ছেলের সাফল্যে গর্বিত মা প্রিয়াঙ্কা
আরও পড়ুন-মুম্বইয়ে শান-এর আবাসনে আগুন, ঘটনায় সময় নিজের ওই বাড়িতেই আটকে সঙ্গীতশিল্পী