মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন সংগীতশিল্পী অনুরাধা পৌড়ওয়ালের ছেলে আদিত্য পৌড়ওয়াল। তিনি গত কয়েক মাস কিডনির সমস্যা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।অল্প বয়সেই সংগীত ব্যবস্থাপক ও প্রযোজক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আদিত্য। চলতি বছরের গোড়ায় তিনি থ্যাকারে ছবির কাজ নিয়ে ব্যস্তছিলেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি ওই ছবির ‘সাহেব তু’ গানের সংগীত ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আদিত্য।সেই সময় এক সাক্ষাৎকারে বিখ্যাত গায়িকা মা সম্পর্কে তিনি বলেছিলেন যে, অনুরাধা পোড়ওয়ালের ভক্তিগীতি গানের জগতে এক বড় অংশ জুড়ে বহু কাল থেকে যাবে। তাঁর কণ্ঠে শোনা আরতি গীতি ও ভজন শুনে অনেকের জীবন পালটে গিয়েছে বলেও জানান আদিত্য। ‘সাহেব তু’ গানটি সম্পর্কে তিনি বলেছিলেন যে, এই প্রথম কোনও ছবির গানে ৭২ জন যন্ত্রশিল্পীকে নিয়ে তৈরি অর্কেস্ট্রা ব্যবহার করা হয়েছে। এই গানটি বালাসাহেব ঠাকরের জীবন আলেখ্যর পটভূমিকা হিসেবে ছবিতে ব্যবহার করা হবে বলেও জানিয়েছিলেন আদিত্য পৌড়ওয়াল।