
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উইকএন্ড বলে কথা! শনিবার রাতে বরের সঙ্গে ডিনার ডেটে গেলেন কিয়ারা আডবানি। এদিন একজন পাপারাজ্জো তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই তারকা জুটির ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁদের মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঢুকতে দেখা যায়।
এদিন কিয়ারা আডবানির পরনে ছিল সাদা রঙের শর্ট ড্রেস এবং হিলস। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা নেভি ব্লু রঙের একটি টিশার্ট এবং জিন্স পরেছিলেন। সঙ্গে ছিল স্নিকার। রাতের খাওয়া দাওয়া সেই রেস্তোরাঁয় সেরে তাঁর যখন বেরোচ্ছেন তখন তাঁদের চিত্র সাংবাদিকদের জন্য জুটিতে পোজ দিতে দেখা যায়। বউকে এদিন যেন সিদ্ধার্থ চোখে হারাচ্ছিলেন। হাত ধরে রেখেছিলেন তাঁর।
দুজনে একসঙ্গে ক্যামেরার জন্য হাসিমুখে পোজ দিয়ে গাড়ির উদ্দেশ্যে যান। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা। এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর এক ব্যক্তি সেখানে লেখেন, 'একেবারে আদর্শ কাপল ওঁরা।' আরেকজন লেখেন, 'সব থেকে সুন্দর জুটি।'
আরও পড়ুন: 'স্বামীর দায়িত্ব' পালনে মগ্ন 'শেরশাহ' সিদ্ধার্থ! উপহারে কিয়ারা কী দিলেন
আরও পড়ুন: 'ওই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঘর', সিদ্ধার্থকে নিয়ে প্রেমে গদগদ কিয়ারা
সম্প্রতি জাতীয় ফিল্ম পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে সিদ্ধার্থ কিয়ারার প্রথম ছবি শেরশাহ। এই ছবিতে বিক্রম বাত্রার জীবনী তুলে ধরা হয়। শেরশাহ ছবির শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন সিড কিয়ারা। এরপর চলতি বছরের শুরুর দিকে তাঁকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ছবিতে অভিনেতা বিক্রম বাত্রা এবং তাঁর যমজ ভাই বিশাল বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে কিয়ারাকে দেখা গিয়েছিল বিক্রমের প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে।
সিদ্ধার্থকে আগামীতে যোদ্ধা ছবিতে দেখা যেতে চলছে। এছাড়া তিনি শীঘ্রই ওয়েব মাধ্যমেও ডেবিউ করবেন। তাঁকে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে দেখা যাবে। তিনি ছাড়াও এখানে বিবেক ওবেরয়, শিল্পা শেট্টি প্রমুখ থাকবেন। অন্যদিকে রাম চরণের সঙ্গে আগামীতে কিয়ারা আডবানিকে গেম চেঞ্জার ছবিতে দেখা যেতে চলেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports