সালার খ্যাত অভিনেত্রী শ্রুতি হাসান বিয়ে করেছেন? সম্প্রতি এমনই এক জল্পনা উসকে গিয়েছিল সোশ্যাল মিডিয়া তারকা ওরির বক্তব্যের পর। তবে এদিন অভিনেত্রী সাফ সাফ ভাবে জানিয়ে দেন যে তাঁকে এবং তাঁর প্রেমিক শান্তনু হাজারিকাকে নিয়ে যে জল্পনা উসকেছে সেটা সর্বৈব মিথ্যে।
কী নিয়ে গোল বাঁধল শ্রুতি এবং ওরির মধ্যে?
কিছুদিন আগে একটি সোশ্যাল মিডিয়া সাইটে এক ব্যক্তি ওরির থেকে জানতে চান যে কোন বলি তারকা তাঁকে অকারণ ভাব দেখিয়েছেন বা ছবি তুলতে চাননি? উত্তরে ওরি স্পষ্ট ভাবে নাম নিয়ে বলেন, 'শ্রুতি হাসান। আমি ওকে ছবি তোলার জন্য জিজ্ঞেসও করিনি। কিন্তু একটি ইভেন্টে ও আমার সঙ্গে খুব রুড বিহেভ করেছিল। আমি ওকে চিনতামও না। কিন্তু বিষয়টায় খুব খারাপ লেগেছিল। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু ওর বরের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।'
আরও পড়ুন: সুযোগ পেয়েও ফিরিয়েছিলেন রং দে বসন্তীর অফার, পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন অভিষেক?
আরও পড়ুন: অমিতাভ বচ্চনের 'পিঙ্ক'-এর স্মৃতি ফেরাল মোশারফের ‘মোবারকনামা’, কেমন হল টানটান কোর্টরুম ড্রামা?

ওরির পোস্ট
ওরি শান্তনুকে শ্রুতির বর বলে দেগে দেওয়ায় অনেকেই ভাবেন তবে কি অভিনেত্রী গোপনে বিয়ে সেরে নিয়েছেন? সেসব চর্চা থামাতে এদিন ইনস্টাগ্রামে মুখ খুললেন অভিনেত্রী। বললেন, 'আমি বিবাহিত নই। যে তার সবটা ভাগ করে নেয় সে এই বিষয়টা কেন লুকিয়ে যাবে? তাই যাঁরা আমায় চেনেন না তাঁরা চুপ থাকুন।'

শ্রুতির পোস্ট
শ্রুতির প্রজেক্ট
প্রসঙ্গত শ্রুতি হাসানকে শেষবার সালার ছবিতে দেখা গিয়েছে। প্রভাস অভিনীত এই ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত বক্স অফিসে এটি মাত্র পাঁচদিনে ২৫০ কোটির বেশি আয় করেছে।