ফের আলোচনায় কমল হাসান কন্যা শ্রুতি। চর্চায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। জানা যাচ্ছে, শ্রুতির সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী এবং চিত্রকর শান্তনু হাজারিকার। সম্প্রতি তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এখন জানা যাচ্ছে এটা নেহাতই গুঞ্জন নয়, সত্য়ি।
শ্রুতি-শান্তনুর বিচ্ছেদের গুঞ্জন নিশ্চত করে হিন্দুস্থান টাইমসকে আমাদের সূত্র জানাচ্ছে, 'গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। যেহেতু তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এবিষয়ে Hinsuatan Times-এর তরফে শ্রুতি হাসান নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি এবিষয়ে গোপনীয়তা বজার রাখার অনুরোধ করেন।
আরও পড়ুন-৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিং, অভিযোগ দায়ের অভিনেতার বাবার
সূত্রের খবর, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা ও হাজারিকা। তবে তাঁদের আলাদা হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে যখন তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন। শ্রুতি তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেন। শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন। পরে ফিরে এসে হেঁয়ালিপূর্ণ পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামো ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেককিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনওই দুঃখ পাওয়া উচিত নয়।’