বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti Das-Didi No 1: 'আলাদা করে দিয়েছি...' সোশ্যাল ম্যারেজের আগে মা-বাবার জন্য কী করলেন 'রাঙা বউ' শ্রুতি?
পরবর্তী খবর
Shruti Das-Didi No 1: 'আলাদা করে দিয়েছি...' সোশ্যাল ম্যারেজের আগে মা-বাবার জন্য কী করলেন 'রাঙা বউ' শ্রুতি?
1 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2023, 11:34 PM ISTSubhasmita Kanji
Shruti Das-Didi No 1: সদ্যই বাড়ি কিনেছেন শ্রুতি দাস। কিন্তু এদিন দিদি নম্বর ওয়ানে এসে তাঁর বাড়ির বিষয়ে একটি বিশেষ তথ্য জানালেন রাঙা বউ।
সোশ্যাল ম্যারেজের আগে মা-বাবার জন্য কী করলেন 'রাঙা বউ' শ্রুতি?
সম্প্রতি দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। সেখানে এসে তিনি তাঁর নতুন বাড়ির বিষয়ে নানা কথা জানালেন। বললেন একই বাড়িতে তাঁর বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। জানালেন আরও একাধিক তথ্য। সেসব শুনে স্তম্ভিত হয়ে যান রচনা।
দিদি নম্বর ওয়ানে শ্রুতি দাস
দিদি নম্বর ওয়ানে এসেছিলেন শ্রুতি দাস। সেখানে এসেই অভিনেত্রী জানান তিনি সদ্যই বাড়ি কিনেছেন। তারপর বলেন, 'আমার বাড়ি কেনার দুমাস পর আমরা রেজিস্ট্রি করি।' তারপর তিনি আরও জানান, 'আমি আর আমার হাসব্যান্ড সদ্যই ফ্ল্যাট কিনেছি। আর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একটাই বিল্ডিংয়ে। দোতলায় বাপের বাড়ি আর তিনতলায় শ্বশুর বাড়ি।' এটা শুনে মজা পান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি মশকরা করে বলেন, 'মা বাবাকে দোতলায় রেখে তুই উপরে থাকবি, এই প্ল্যান?' উত্তরে শ্রুতি বলেন, ‘না না, সেটা নয়। আমার মা বলেছিল মেয়ের শ্বশুরবাড়িতে থাকব না। তাই ছাদ আলাদা করে দিয়েছি। কিন্তু সিঁড়ি দিয়ে যেন নেমে বাবা মাকে দেখতে পাই সেই ব্যবস্থা করছি।’
এরপর তিনি আরও জানান আজকাল সোশ্যাল ম্যারেজ করতে গেলে অনেক খরচ হয়, তাই তিনি ২০২৪ সালে নতুন বাড়িতে শিফট করবেন আর ২০২৫ সালে বিয়ে করবেন। একই সঙ্গে তিনি এও জানান যে ২০৩০ সালে তাঁদের বেবি হবে। তাঁর এই গোটা ফ্যামিলি প্ল্যানিং শুনে হেসে হেসে শেষ হয়ে যান রচনা।
এদিন শ্রুতি ছাড়াও দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন গুড্ডি ধারাবাহিকের গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি, রূপসা চট্টোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়। তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এদিন রচনার সঙ্গে ভাগ করে নেন।