শ্রেয়স তলপড়ে বলেন, ‘একজন পরিচালক হিসেবে কঙ্গনা আমাকে অবাক করেছেন। তিনি ভীষণই স্পষ্টভাবে এবং শান্ত মনে এত বড় মাপের ছবির পরিচালনা করেছেন। যেটা করা বেশ কঠিন, তবে তিনি সহজেই এই পরিচালনার দায়িত্ব পালন করেছেন।'
কঙ্গনার 'ইমার্জেন্সি'-তে শ্রেয়স তলপড়ে
ফের একবার অল্লু অর্জুনের লিপে শোনা যাবে অভিনেতা শ্রেয়স তলপড়ের গলা। অর্থাৎ কথা বলবেন শ্রেয়স, ঠোঁট নাড়বেন অল্লু অর্জুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুষ্পা-১-এর পর, পুষ্পা-২তেও একই ঘটনা ঘটতে চলেছে। সম্প্রতি অর্জুনের পুষ্পা-২ অর্থাৎ 'পুষ্পা: দ্য রুল'-এর হিন্দি ভার্সনের ডাবিং শেষ করেছেন শ্রেয়স। তাঁর কথায় পুষ্পা-২ ডাবিং করতে গিয়ে তিনি নস্টালজিক হয়ে পড়েন, একই সঙ্গে কিছুটা নার্ভাসও ছিলেন তিনি।
শ্রেয়স বলেন, যখন পার্ট-১-এর যখন ডাবিং করি, তখনও ভাবিনি, ছবিটা এতটা হিট হতে চলেছে। যেভাবে প্রত্যাশা বেড়েছে, সেভাবে আমাদের দায়িত্বও বেড়েছে। জানতাম যে এবারেও আমাকে ভালো করে কাজ করতে হবে যাতে মানুষ সন্তুষ্ট হন। কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা ও পরিচালনায় 'ইমারজেন্সি' ছবিতে কাজ করার বিষয়েও কথা বলেন শ্রেয়স তলপেড়ে। বলিউডের 'কুইন'-এর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন?
শ্রেয়স তলপড়ে বলেন, ‘একজন পরিচালক হিসেবে কঙ্গনা আমাকে অবাক করেছেন। তিনি ভীষণই স্পষ্টভাবে এবং শান্ত মনে এত বড় মাপের ছবির পরিচালনা করেছেন। যেটা করা বেশ কঠিন, তবে তিনি সহজেই এই পরিচালনার দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি, আমি খুবই ভাগ্যবান যে একজন সহ-অভিনেতার পাশাপাশি একজন পরিচালক হিসেবে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি’।