বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreya Ghoshal-Indian Idol: শ্রেয়া যে গান ভয় পান, সেটাই অবলীলায় করলেন বাঙালি প্রতিযোগী, মিলল কী পুরস্কার?
পরবর্তী খবর
Shreya Ghoshal-Indian Idol: শ্রেয়া যে গান ভয় পান, সেটাই অবলীলায় করলেন বাঙালি প্রতিযোগী, মিলল কী পুরস্কার?
1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2023, 04:11 PM ISTSubhasmita Kanji
Shreya Ghoshal-Indian Idol: ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গেয়ে তাক লাগালেন বাঙালি প্রতিযোগী মিশমি বোস। কী বললেন বিচারকরা?
ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালি প্রতিযোগীর সঙ্গে যুগলবন্দি শ্রেয়ার
মাত্র কিছুদিন হল নতুন করে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। আর তাতেই চর্চায় উঠে এসেছে এই রিয়েলিটি শো। এখানেই এদিন এক বাঙালি প্রতিযোগীর গানে মুগ্ধ হয়ে যান বিচারকরা। অসমের মিশমি বোস এসে শ্রেয়া ঘোষালের গাওয়া মোরে পিয়া গানটি গান, আর তাতেই ছিটকে যান সকলে।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালি প্রতিযোগী
অসমের মিশমি বোস এদিন এসেই জানান তিনি শ্রেয়া ঘোষালকে অনুকরণ করেন। তিনি যেভাবে হেসে গান গান সেটা করার চেষ্টা করেন। এমনকি এদিন তিনি গায়িকার অতি জনপ্রিয় মোরে পিয়া গানটিই গান। দেবদাসের এই গানের সংলাপ সহ গোটা গানটি গেয়ে তাক লাগিয়ে দেন তিনি। সেই বাঙালি কন্যের গান শুনে বিশাল এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি বলেন, 'সংলাপ বলে গানে ফেরা এই গানটির ক্ষেত্রে ভীষণ কঠিন। বিশেষ করে যে লো নোটস আছে, সেগুলো এতটাই নিচে যে এক টেকে এভাবে করাটা প্রসংশনীয়।' তাঁর কথায় তাল মেলাতে দেখা যায় শ্রেয়াকেও। তিনি বলেন, 'আমি নিজেই কোনও লাইভ অনুষ্ঠানে সচরাচর এই গাই না। এত টাফ কম্পোজিশন কী বলব!' তবুও তাঁর গানে এতটাই মুগ্ধ হন বিচারকরা যে তিনি গোল্ডেন মাইক পান।
এরপর সেই প্রতিযোগী মিশমি শ্রেয়াকে অনুরোধ করেন যদি গায়িকা তাঁর সঙ্গে গানটি একটু গান। তাঁর কথা রাখেন গায়িকা। তাঁদের যুগলবন্দি শুনে ছিটকে যান বিশাল দাদলানি এবং কুমার শানু। ভূয়সী প্রশংসা করেন তাঁদের। 'কেয়া বাত হ্যায়!' বলতে শোনা যায় অন্যতম বিচারক বিশালকে।
ইন্ডিয়ান আইডল ১৪ এর সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা। ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের এই সঙ্গীতের রিয়েলিটি শোয়ের পথচলা। একদিকে যখন সোনি চ্যানেলে ইন্ডিয়ান আইডল শুরু হল, তখন অন্যদিকে জি টিভিতে ইতিমধ্যেই নজর কেড়েছে সারেগামাপা।