1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2023, 08:22 AM ISTSubhasmita Kanji
Shreya Ghoshal: কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। আর সেখানে এসেই গায়িকাকে দশম অবতার ছবির বাউন্ডুলে ঘুড়ি গানটি গাইতে দেখা যায়।
শ্রেয়া কনসার্ট জমালেন বাউন্ডুলে ঘুড়ির সুরে
পুজোর সময় মুক্তি পেয়েছে দশম অবতার। এই ছবির প্রায় প্রতিটি গানই ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে। তবে দর্শকদের বিশেষ ভাবে নজর কেড়েছে বাউন্ডুলে ঘুড়ি গানটি। এটির ডুয়েট ভার্সন বলুন বা এক্সটেন্ডেড ভার্সন অথবা ফিমেল ভার্সন সব কটিই শ্রোতাদের মনে ধরেছে। এবার সেই গান কলকাতায় কনসার্ট করতে এসে লাইভ গাইলেন শ্রেয়া ঘোষাল। ছবিতেও অরিজিৎ সিংয়ের সঙ্গে ডুয়েট এবং ফিমেল ভার্সন নিজেই গেয়েছেন শ্রেয়া।
কলকাতা কনসার্টে শ্রেয়া
কলকাতা এসেছিলেন শ্রেয়া ঘোষাল। নিক্কো পার্কে গত ২ ডিসেম্বর তাঁর একটি শো ছিল। এখানেই একটার পর একটা জনপ্রিয় হিট গান গাইতে শোনা যায় গায়িকাকে। সাদা একটি গাউন পরে ছিলেন তিনি। তবে এদিন তাঁর গাওয়া বাউন্ডুলে ঘুড়ি গানটি শ্রোতাদের বিশেষ ভাবে মনে ধরেছে। সেই গানে ক্লিপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার ছবির বাউন্ডুলে ঘুড়ি গানটি গেয়ে এদিন তাক লাগিয়ে দেন গায়িকা। গানের মাঝে মাঝে তাঁকে শ্রোতাদের সঙ্গে কথা বলতে বা হাততালি দিতেও দেখা যায়।