বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ শ্রীমা ভট্টাচার্য। এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে এই সুন্দরীকে। আসতে আসতে দ্যুতির চরিত্রে ইতিবাচক বদল এসেছে, যা দেখে খুশি দর্শক। আপতত মধুচন্দ্রিমায় জমে উঠেছে ঋদ্ধি-খড়ির রোম্যান্স। তবে রাহুলকে ভুলে আচমকাই ‘প্রথম ভালোবাসা’কে মিস করছেন দ্যুতি ওরফে শ্রীমা।
শনিবার কেবল সাদা তোয়ালে জড়িয়ে মিরর সেলফি পোস্ট করলেন শ্রীমা। ভেদা চুল, দু-চোখ বন্ধ- আয়নার সামনে সেলফি তুলছেন শ্রীমা। এমন হট ছবি দেখেই কুপোকাত নায়িকার অনুরাগীরা। এই ছবির সঙ্গে জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি শেয়ার করে নিয়েছেন শ্রীমা। আর ক্যাপশনে লিখেছেন- ‘মাই ফার্স্ট লাভ’। শ্রীমার প্রথম ভালোবাসা কে? সেই রহস্যও ভেদ করেছেন নায়িকা। কিশোরী শ্রীমা প্রথম প্রেমে পড়েছিলেন হ্যারি পটারের। হ্যারির লুকে অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফের একগুচ্ছ ছবি তিনি শেয়ার করে নিজেকে ‘পটারহেড’ বলে উল্লেখ করেছেন।
একথা তো অস্বীকার করবার জো নেই যে হ্যারি পটারের সব মহিলা অনুরাগীই ক্রাশ খেয়েছে তাঁদের প্রিয় হ্যারির উপর। জেকে রাউলিং-এর লেখা ‘হ্যারি পটার’ উপন্যাস অবলম্বনেই রুপোলি পর্দায় ফুটে উঠেছে হ্যারি-কাহিনি। মোট ৮টি ভাগে বিভক্ত এই ফিল্ম সিরিজ। ২০০১ সাল থেকে টানা ১০ বছর হ্যারির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ।
শ্রীমার এই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। তবে সবার উপরে যে মন্তব্যটি রয়েছে বা যাঁর মন্তব্য রয়েছে সেটাই সবচেয়ে নজরকাড়া। শ্রীমার চর্চিত প্রেমিক কনিষ্ক শেঠ লিখেছেন, ‘হ্যারি পুত্তার’। চট জলদি সেই কমেন্টের জবাবও দিয়েছেন পর্দার দ্যুতি। তিনি লেখেন, ‘দূর…!!’। আরও পড়ুন-চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ‘দ্যুতি’ শ্রীমা! জন্মদিনে ফাঁস সিক্রেট