পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে দিন কয়েক আগেই আত্মঘাতী হন দক্ষিণী অভিনেতা সম্পথ জে রাম। ফের আত্মহত্যার খবর সামনে এল বিনোদন জগত থেকে। নিজের জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন কোরিওগ্রাফার চৈতন্য। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাীম চৈতন্য, ডান্স রিয়ালিটি শো ‘ধী’ (Dhee)-এর সুবাদে পরিচিতি পেয়েছিলেন চৈতন্য। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০শে এপ্রিল আত্মঘাতী হয়েছেন কোরিওগ্রাফার। মৃত্যুর কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিয়ো বার্তা পোস্ট করেন প্রয়াত কোরিওগ্রাফার। সেখানেই নিজের আত্মহত্যার কারণ স্পষ্ট করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চৈতন্যের শেষ বার্তা। সেখানে কোরিওগ্রাফারকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, তাঁর বাবা-মা এবং দিদি যথাসাধ্য চেষ্টা করেছেন তাঁর সমস্যা দূর করার। বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। সঙ্গে জানান, ‘আমি নিজের অন্দরের ভালো দিকটা হারিয়ে ফেলেছি টাকার লোভে। শুধু টাকা ধরা নিলেই হয় না, সেটা শোধও দেওয়ার দম থাকা উচিত। কিন্তু সেটা আমার নেই। আমি এখন নেল্লোরে আছি, এটাই আমার শেষ দিন। লোনের এই সমস্য়া আর আমি সহ্য় করতে পারছি না।’
নেটিজেনরা হতবাক চৈতন্যর এই ভিডিয়ো দেখে। অনেকেই লেখেন, ‘একজন প্রতিভাশালী ডান্স মাস্টার নিজেকে এইভাবে শেষ করে দেবে, এটা ভাবাই যাচ্ছে না। আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়, বেঁচে থেকেই লড়াই করতে হয়’।
চৈতন্য়র আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ইন্ডাস্ট্রিতে। ‘ধী’ শো'তে চৈতন্যর প্রতিভায় মুগ্ধ হয়েছিল সকলে। এভাবে চরম ভুল সিদ্ধান্ত নেবেন ডান্স মাস্টার চৈতন্য বিশ্বাস হচ্ছে না কারুর। সদ্যই ৩০-এর কোঠায় পা দিয়েছিলেন এই কোরিওগ্রাফার। তেলুগু ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সুনাম ছিল ‘ধী’ খ্যাত ডান্স মাস্টারের।
আরও পড়ুন- ‘অগ্নিসাক্ষী’ খ্যাত অভিনেতার আত্মহত্যা! পরিবারের দাবি, ‘হাতে কাজ ছিল না’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup