ঢাকায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেখানেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি, তাই বাংলাদেশে গিয়েছিলেন শর্মিলা। সেখানে গিয়ে তিনি দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। হাসিনার ব্যবহার খুবই অমায়িক বলে জানিয়েছেন শর্মিলা। কিন্তু কী কথা হল তাঁদের?
শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন। আমাদের সময় দিয়েছেন। আমাদের সঙ্গে মন খুলে কথা বলেছেন, উৎসাহ নিয়ে ছবি তুলেছেন। পরের দিন আবার সেই ছবি আমাকে পাঠিয়েও দেন। সবমিলিয়ে আমার তাঁকে খুবই সহজ মানুষ বলে মনে হয়েছে। ওঁর অমায়িক ব্যবহারে আমার ওঁকে প্রধানমন্ত্রীর বদলে সাধারণ মানুষ বলেই মনে হয়েছে। তাঁকে আপনজন বলে মনে হয়েছে।’
আরও পড়ুন-‘আমার দিদি চলে গেল, কিন্তু…' শ্রীলা মজুমদারকে নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন ঋতুপর্ণা
আরও পড়ুন-নক্ষত্রপতন! ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার
আরও পড়ুন-দেবোত্তমের সঙ্গে ছবি দিয়ে ইপ্সিতা লিখলেন, 'তব নামে মম প্রেম মুরলী', অর্ণবের সঙ্গে সম্পর্কে চিড়?
প্রসঙ্গত, বাংলাদেশে এর আগেও গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। এর আগে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক অনুষ্ঠানে আবৃত্তি করতে দেখা গিয়েছিল তাঁকে। শেখ হাসিনা এবার অভিনেত্রীকে সেই কথা মনে করিয়ে দেন। চলচ্চিত্র উৎসব নিয়েও কথা হয়েছে তাঁদের। সেবিষয়ে তাঁর আগ্রহের কথা শার্মিলা ঠাকুরকে জানান হাসিনা।