শোনা যায়, একে অপরের প্রেমে হাবুুডুবু খাচ্ছিলেন তাঁরা। যে আগুন 'মন্নত' শান্তি বিঘ্নিত করেছিল। বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন গৌরী। স্ত্রীকে শান্ত করে প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি দেন শাহরুখ। কথাও রাখেন কিং। দীর্ঘ ১২ বছর প্রিয়াঙ্কা ছায়াও মারাননি তিনি।
ফের কাছাকাছি শাহরুখ-প্রিয়াঙ্কা!
কেন একসময় দেশ ছেড়েছিলেন! বলিউড ছেড়ে কেন হলিউডে গিয়ে কাজ খুঁজতে হয়েছিল তাঁকে। সম্প্রতি, তা নিয়েই সম্প্রতি বোমা ফাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলেছেন তিনি এতদিন যা বলেননি, তা এবার বলছেন। জানিয়েছেন, বলিউডের একটি দলের রাজনীতিই তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। প্রিয়াঙ্কা খোলসা করে না বললেও প্রিয়াঙ্কার সমর্থনে ২০১২-র সেই ঘটনার কথা বলেই ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। সামনে এসেছে শাহরুখ-প্রিয়াঙ্কার পুরনো কাসুন্দি। যা কমবেশি অনেকেই জানেন।
এদিকে শাহরুখ-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্ক নিয়ে জলঘোলার মাঝেই শোনা যাচ্ছে, ফের একই ছবিতে অভিনয় করতে চলেছেন পুরনো জুটি শাহরুখ-প্রিয়াঙ্কা। শুনে আবাক হলেন তো? তবে এমনটাই ঘটতে চলেছে দীর্ঘ ১২ বছর পর। আর এটা সম্ভব হচ্ছে ফারহান আখতারের নতুন ছবি 'জি-লে-জারা'র দৌলতে। যে ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। তবে শাহরুখ নাকি থাকছেন ক্যামিও চরিত্রে। তবে খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে তাঁকে। আদৌ ছবিতে শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়।