শাহিদকে প্রশ্ন করা হয় তিনি আর কোনও ছবি বিনা পারিশ্রমিকে করেছেন কিনা? তখন শাহিদ জানান, নাহ. 'হায়দার' ব্যক্তিক্রম ছিল। এরপরই অভিনেতা মজা করে হেসে বলেন, ‘আরে আমাকে তো সংসারটাও চালাতে হবে।’ প্রসঙ্গত, হায়দারে শাহিদ ছাড়াও ছিলেন টাবু, কে কে মেনন, ইরফান খান এবং শ্রদ্ধা কাপুর।
শাহিদ কাপুর 'হায়দার'
সম্প্রতি 'ফর্জি' দিয়ে OTT-র দুনিয়ায় পা রেখেছেন শাহিদ কাপুর। পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে-র পরিচালনায় তৈরি হয়েছে এই সিরিজ। 'ফর্জি'র প্রচারেই সম্প্রতি এক সাক্ষাৎকার দেন শাহিদ। সেখানে কথায় কথায় উঠে আসে ২০১৪য় মুক্তি পাওয়া শাহিদের ছবি 'হায়দার'-এর কথা। সেই ছবিতেও শাহিদের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বহু সিনেমাপ্রেমী। যার পরিচালক ছিলেন বিশাল ভরদ্বাজ। সাক্ষাৎকারে শাহিদ জানান, তিনি নাকি 'হায়দার'-এ অভিনয়ের জন্য একটা টাকাও নেননি।
ঠিক কী বলেছেন শাহিদ কাপুর?
শাহিদ বলেন, ‘আমিই একমাত্র যে হায়দার এক্কেবারেই বিনামূল্যে করেছে। ওঁরা আমাকে afford (পারিশ্রমিক দিতে পারত না) করতে পারত না। ওঁরা বলেছিল যে ওঁদের যদি আমাকে টাকা দিতে হয়, তবে ছবির বাজেট পাশ হবে না। কারণ এটা একটা পরীক্ষামূলক বিষয় নিয়ে ছবি। ওঁরা জানতে না, ছবিটি আদৌ সফল হবে কিনা! তবে এই ছবি বানানোর প্রয়োজন ছিল। তাই আমি বলি, ঠিক আছে, আমি এটার জন্য কোনও টাকা নেব না, এমনিই করে দেব।’