বর্তমানে আসন্ন সিনেমা দেবা-র প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত শাহিদ কাপুর। সিনেমার প্রচারে তিনি সম্প্রতি পূজা হেগড়েকে নিয়ে এসেছিলেন HT - এর অফিসে। গল্প আড্ডায় মেতে উঠেছিল দিনটি। গল্পের ছলে উঠে আসে সলমন খান প্রসঙ্গ থেকে শুরু করে স্ত্রীর প্রসঙ্গ পর্যন্ত।
আরও পড়ুন: একরত্তি মেয়েকেও কড়া ডিসিপ্লিনের মধ্যে রাখছেন কোয়েল? কী জানালেন?
আরও পড়ুন: লেখা জয় শ্রী রাম, রয়েছে মন্দিরের মোটিফ, অভিষেকের ‘রাম জন্মভূমি’ হাতঘড়ির দাম কত জানেন?
সলমন প্রসঙ্গে শাহিদ
সম্প্রতি রাজ শামানির একটি পডকাস্ট- এ আত্মমগ্ন অভিনেতা নিয়ে কথা বলেছিলেন শাহিদ। শাহিদ বলেছিলেন, এমন কিছু কিছু মানুষ আছেন যারা যখন আসেন, এমন আচরণ করেন যেন তিনি সর্বসেরা। তিনি বুঝতে পারেন না তাঁর আশেপাশে অনেকেই সেরা। এই মানুষগুলো যে আত্মমগ্ন, সেটা ৩০ সেকেন্ডেই বোঝা যায়।
অনেকেই ভেবেছিলেন শাহিদ ভাইজানকে উল্লেখ করে এই কথাটি বলেছিলেন। তবে HT - এর আড্ডায় এসে শাহিদ বলেন, হ্যাঁ, এক দুজন আমাকে মেসেজও করেছিল। আমি কিছু না ভেবেই কথা বলেছিলাম। কিন্তু আমি কখনওই আমার থেকে সিনিয়র কাউকে নিয়ে মন্তব্য করি না আমি। ভাইজানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে।
মীরা প্রসঙ্গে শাহিদ
শাহিদকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি যখন কোনও সিনেমা বাছেন, সেই স্ক্রিপ কী মীরা পড়েন? মীরার সম্মতি নিয়েই কি তিনি সিনেমা বেছে নেন? উত্তরে শাহিদ বলেন, আমার মনে হয় আমি যখন একটি সিনেমা বেছে নেব তার পুরো দায় আমার হওয়া উচিত। এই সিদ্ধান্ত শুধুমাত্র আমারই থাকে। অবশ্যই আমি একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সকলের সঙ্গেই আলোচনা করি, সবার মতামত জানতে চাই, তবে সেই সিদ্ধান্ত আমারই থাকে। একটি সিনেমায় কাজ করার মানে হল আপনার কেরিয়ারের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা, তাই সেই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে শুধুমাত্র আপনারই হওয়া উচিত।
কবির সিং প্রসঙ্গে শাহিদ
আমি কবির চরিত্র নিয়ে ভীষণ গর্বিত। অনেকেই মনে করেন এটি আমার সেরা পারফরম্যান্স ছিল। আসলে আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম এমন একটি চরিত্র করব যার মধ্যে একটি গ্রে শেড রয়েছে। চকলেট বয় চরিত্রে অভিনয় করতে আর চাইছিলাম না। এমন একটি চরিত্র বেছে নিতে চাইছিলাম, যেটি সিনেমার নায়ক হলেও তার স্বভাব একটু অন্যরকম হবে।
আরও পড়ুন: 'গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না', হঠাৎ কেন এমন বললেন অঞ্জন দত্ত?