সদ্যই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন কোয়েল মল্লিক। ছেলে কবীরের পর তাঁর এবং নিসপাল সিং রানের সংসারে এসেছে তাঁদের মেয়ে। সবেই তার মাসখানেক বয়স। কিন্তু তাতে কি নিজে নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করে বলে তিনি তাঁর সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন। কিন্তু মেয়ে তো এখন ভীষণই ছোট, তাহলে?
সন্তানদের নিয়ে কী জানালেন কোয়েল?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন, 'আমি খুব ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করি। নিজেও ডিসিপ্লিন্ড ভাবে থাকি। তো, তাই আমার মনে হয় জীবন ডিসিপ্লিন ছাড়া হতেই পারে না। সেই জিনিসটা আমার ছেলে মেয়ের মধ্যেও রাখার চেষ্টা করি।'
আরও পড়ুন: লেখা জয় শ্রী রাম, রয়েছে মন্দিরের মোটিফ, অভিষেকের ‘রাম জন্মভূমি’ হাতঘড়ির দাম কত জানেন?
এরপরই যদিও কোয়েলকে বলতে শোনা যায়, 'মেয়ে যদিও এখন ভীষণই ছোট, তো ওর উপর এখনও কোনও ডিসিপ্লিন শুরু করিনি। কিন্তু আমার বড়টা যথেষ্ট ডিসিপ্লিনে থাকে।' বিষয়টা ব্যাখ্যা করে এদিন দুই পৃথিবী খ্যাত অভিনেত্রী বলেন, 'আমাদের বাড়িতে একটা বিয়ে চলছে, ওখান থেকে ও আমায় ফোন করে জিজ্ঞেস করেছে মা এই এই মিষ্টি খেতে পারি। আমার কথা কতটা শুনবে জানি না, কিন্তু ও যে আমায় প্রশ্ন করেছে তাতেই আমি উচ্ছ্বসিত।'
কোয়েল মল্লিকের দুই সন্তান
গত বছরের মাঝামাঝি সময়ই দ্বিতীয় সন্তান আসার খবর শুনিয়েছিলেন কোয়েল। ১৪ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তাঁর এবং নিসপাল সিং রানের ছেলে বড়। ২০২০ সালের ৫ মে জন্ম হয় কবীরের। ছেলের ৪ বছর পর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। ছেলে কবীরের জন্মের দিনই তাঁর নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। তবে মেয়ের বয়স প্রায় দু-মাস হতে চলল, তবে খুদের নাম কিংবা ছবি এখনও গোপনেই রেখেছেন কোয়েল।
আরও পড়ুন: 'পাকিস্তানেই বিয়ে হবে', তৃতীয়বার ছাদনাতলায় যাওয়ার পরিকল্পনা শুরু রাখির! পাত্র কে জানেন?