বলিউড সুপারস্টার শাহরুখ খান বরাবরের মতো এবারেও নিজের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করেছেন এবং তিনি গণপতি বাপ্পাকে তার বাড়ি মন্নাতে স্বাগত জানিয়েছেন। আর নিজের বাড়িতে উৎসব উদযাপেনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন কিং খান সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখ সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছেন।যেখানে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যা তার ভার্চুয়াল পরিবারকে তার বাড়িতে হওয়া গণপতি আরাধনার একটি ঝলক দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী গৌরী খানকে।
আর এই ছবির ক্যাপশনে বাদশা লিখেছেন, ‘গণেশ চতুর্থীর এই পবিত্র উপলক্ষে, ভগবান গণেশ আমাদের সকলকে স্বাস্থ্য, ভালোবাসা এবং আনন্দ দিয়ে আশীর্বাদ করুন ... এবং অবশ্যই প্রচুর মোদক’
আরও পড়ুন: ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি ঋতাভরীর-মা শতরূপা
বলিউড গণেশ চতুর্থী উদযাপন
এর আগে, অনন্যা পান্ডে থেকে কার্তিক আরিয়ান, কয়েকজন সেলিব্রিটি কীভাবে তাদের বাড়িতে গণেশ উৎসবের উদযাপন করা হচ্ছে তাঁর ছবি শেয়ার করে নিয়েছিলেন। অনন্যা ইনস্টাগ্রামে তাঁর পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যখন তারা গণপতি মূর্তিটি বাড়িতে নিয়ে এসেছিলেন। চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়িতে স্বাগতম বাপ্পা’।
আরও পড়ুন: সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…
কার্তিক আরিয়ান মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাকে দেবতার সামনে আশীর্বাদ চাইতে দেখা যায়। ক্যাপশনে লেখেন, ‘তিনি ফিরে এসেছেন... আর আমিও তার আশীর্বাদে (হাত জোড় করে ইমোটিকন) নিতে। মোদক পার্টি শুরু !! ক্যাপশনে লিখেছেন, গণপতি বাপ্পা মোরিয়া।’
আরও পড়ুন: কার্তিক ছুটলেন লালবাগচা রাজায়, অনন্যার বাড়িতে সাজো সাজো রব, দেখুন বলিউডের গণেশ পুজোর ছবি
শাহরুখ-গৌরী ও খান পরিবার
বরাবরই গণেশ পুজো বেশ ধুমধাম করে পালন করা হয় মন্নতে। হিন্দু স্ত্রীর ধর্মীয় বিশ্বাসে কখনও হস্তক্ষেপ করেননি তিনি। তাই তো ইদের পার্টি যেমন ধুমধাম করে হয়, তেমনই গণেশ উৎসবও। এমনকী, নিজেদের৩ সন্তানকেও এভাবেই মানুষ করেছেন শাহরুখ-গৌরী।