
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি বছরে দু দুটো হিট উপহার দেওয়ার পর শাহরুখ খান অপেক্ষা করছেন তাঁর তৃতীয় রিলিজের। মুক্তির অপেক্ষায় ডাঙ্কি। ২২ ডিসেম্বর রাজকুমার হিরানির পরের সিনেমা আসছে বক্স অফিসে। কিং খানের ভক্তরা রয়েছেন সপ্তম স্বর্গে। সকলেরই বিশ্বাস এই ছবিও ৫০০ কোটির ঘর টপকে যাবে।
ডাঙ্কি-র ট্রেলার সামনে এসেছে চলতি বছরেই। যেখানে শাহরুখকে দেখা গিয়েছে হলুদ টি-শার্ট পরে দৌঁড়তে। আর এই জামাটা অনেকের চোখেই খুব চেনা চেনা ঠেকেছে। আসলে এই একই টি শার্ট পরেছিলেন শাহরুখ খান তাঁর ডিডিএলজে সিনেমায়। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
আরও পড়ুন: বিশ্বব্যপী ৫০০ কোটি, ভারতেও লাফিয়ে আয় অ্যানিম্যালের! ৬ নম্বর দিনে কত তুলল ঘরে
শাহরুখের এক ভক্ত সম্প্রতি দুই সিনেমায় শাহরুখের একই টি-শার্ট পরে থাকার দৃশ্য এডিট করে একটি ভিডিয়ো বানান। আর তা নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান।
জবাবে বাদশা বলেন, দুটি সিনেমার মাঝে কেটে গিয়েছে ২৮ বছর। এর ফাঁকে ১১খানা অপারেশনও হয়েছে তাঁর। তবে এখনও পুরনো জামা স্বাচ্ছন্দে পরে ফেলতে পারেন তিনি। লিখলেন, ‘জীবন একটা দৌড়। আমি খুবই আনন্দিত যে ১১টি অস্ত্রোপচারের পরেও, আমি এখনও একইভাবে ঝাঁকুনি দিতে পারি, এবং এই টি-শার্টটি আমার গায়ে আগের মতোই মানায়!! #ডাঙ্কিট্রেলার।’
ডিডিএলজে-র পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। এখনও সিনেমা হলে চলে সিনেমাটি, বলিউডের সবচেয়ে ভালোবাসা পাওয়া সিনেমা ইতিহাসে এটি সারাজীবন থেকে যাবে দর্শকের মনে।
আরেকভক্ত আবার ট্রেলারের একটি স্টিল শেয়ার করে লেখেন, কেন জওয়ানের বিক্রম রাঠোরকে দেখা যাচ্ছে ডাঙ্কিতে? জবাবে অভিনেতা লিখলেন, ‘কারণ এই ছবিতেও আমি আর্মির জওয়ান। বুঝলি ভাই, নাকি আরও বোঝাতে হবে।’
আরও পড়ুন: ছিমছাম সাজ, মা-বাবা আদর করে খাওয়ালো আইবুড়ো ভাত, আজই বিয়ে সন্দীপ্তা-সৌম্যর
২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ডাঙ্কি। এই ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানির মতো তারাকারা।
এদিকে ডিসেম্বরেই প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। নেটফ্লিক্সে আসছে জোয়া আখতারের ‘দ্য অর্চিস’। যাতে আরও রয়েছেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা। তিন তারকা-সন্তানকেই বলিউডে আনছেন জোয়া।
তবে ডাঙ্কি-কে কড়া টক্কর দেবে দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। আবার তুফান মেলের মতো ছুটছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। বছরের শেষটা সব মিলিয়ে বেশ নাটকীয়ই হতে চলেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports