Shah Rukh Khan New Film: শোনা যাচ্ছে, সুজয় ঘোষের পরিচালনায় 'কিং' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন বাবা-মেয়ে, শাহরুখ-সুহানা।
IPL জিতে স্পেনে হাজির শাহরুখ! নতুন ছবির কাজ শুরু করলেন কিং খান?
২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ খান। পরপর দু'টি ১০০০ কোটির ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন তিনি। সঙ্গে টাইগার ৩-র ধামাকেদার ক্যামিও, প্রথমবার রাজু হিরানির সঙ্গে জুটি বেঁধে ডাঙ্কি- এক কথায় কিং খান ম্যাজিক অব্যাহত থেকেছে।
পাঁচ বছরের লম্বা বিরতি কাটিয়ে স্ক্রিনে ফেরার পর অতিরিক্ত কাজ করে খানিক ক্লান্ত ছিলেন বাদশা। তাই লম্বা ছুটি নিয়েছিলেন। গত দু-মাস যাবত শাহরুখের যাবতীয় ধ্যানজ্ঞান ছিল কেকেআর। গত সপ্তাহেই তিন নম্বর আইপিএল ট্রফি ঘরে এনেছে তাঁর টিম। এর মাঝেই নতুন চমক শাহরুখের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের একটি ছবি। যা দেখে অনুরাগীরা নিশ্চিত এই মুহূর্তে স্পেনে রয়েছেন তারকা। ছবি দেখে অনুমান করা হচ্ছে, সুজয় ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এর শ্যুটিং শুরু করে ফেলেছেন তারকা।
ছবিটি ফাঁস শনিবার
এক্স-এর এক ব্যবহারকারী শাহরুখের একটি ছবি পোস্ট করে দাবি করেন যে এটি কিং-এর সেট থেকে ফাঁস হওয়া ছবি। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে যে অভিনেতা স্পেনে এই প্রোজেক্টের শুটিং শুরু করেছেন।