বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on Jawan Trailer: 'কবে আসবে ট্রেলার?' ভক্তের প্রশ্নে কী বললেন 'জওয়ান' শাহরুখ?
পরবর্তী খবর
Shah Rukh Khan on Jawan Trailer: 'কবে আসবে ট্রেলার?' ভক্তের প্রশ্নে কী বললেন 'জওয়ান' শাহরুখ?
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 08:16 AM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan on Jawan Trailer: আর মাত্র দেড় সপ্তাহ বাকি। এখনই জওয়ান ছবিটা নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু দেখা নেই ট্রেলারের। কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ছবির ঝলক?
জওয়ানের ট্রেলার কবে আসবে? কী বললেন শাহরুখ?
'রেড চিলিজ এখনও ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে...' সম্প্রতি সোশ্যাল চোখ রাখলেই এমন একাধিক মিম নজরে পড়ছে। সবার বক্তব্য একই জওয়ান ছবিটা মুক্তি পেতে আর মাত্র দেড় সপ্তাহ বাকি, আর এখনও ট্রেলার এল না! শাহরুখের ছবির ট্রেলার কি তবে আসবে না? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ অভিনেতা।
জওয়ান ছবি মুক্তির আগেই শাহরুখ খান একটি আস্ক এসআরকে সেশন করলেন। সেখানেই তিনি তাঁর ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর এর মধ্যে একটি প্রশ্ন ছিল জওয়ান ছবির ট্রেলার নিয়ে। সেটার বিষয়েও উত্তর দিলেন অভিনেতা।
শাহরুখ খান এই প্রথমবার ছক ভেঙে ট্রেলারের বদলে টিজার পোস্ট করেছেন এই ছবির। কিন্তু ছবির মুক্তি এগিয়ে এলেও দেখা নেই ট্রেলারের। তাই এখন সবার একটাই প্রশ্ন জওয়ানের ট্রেলার কবে আসবে। সেটার উত্তরে এদিন টুইটারে শাহরুখ খান লেখেন, 'ওটা তৈরি আছে। কিন্তু আমি ঠিক করতে পারছি না আগে কোনটা দেব নতুন গান নাকি ট্রেলার?'