বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on KKHH: ২৫ বছর পূর্তিতেই বড় চমক! ফের কুছ কুছ হোতা হ্যায়র মতো মিষ্টি প্রেমের ছবি করবেন শাহরুখ?
পরবর্তী খবর
Shah Rukh Khan on KKHH: ২৫ বছর পূর্তিতেই বড় চমক! ফের কুছ কুছ হোতা হ্যায়র মতো মিষ্টি প্রেমের ছবি করবেন শাহরুখ?
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2023, 12:10 PM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan on Kuch Kuch Hota Hai: পরপর অ্যাকশন ছবি করে শাহরুখ খান জানালেন তিনি আবারও লাভ স্টোরি করতে চান, কিন্তু…। কী বললেন কিং খান?
ফের কুছ কুছ হোতা হ্যায়র মতো মিষ্টি প্রেমের ছবি করবেন শাহরুখ?
গুটি গুটি পায়ে ২৫ বছর হয়ে গেল শাহরুখ খান, কাজল অভিনীত কুছ কুছ হোতা হ্যায়। আর ছবি এবং ছবির পরিচালক করণ জোহরের এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার ১৫ অক্টোবর তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল এই ছবির। সেখানেই শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং করণ জোহরকে দেখা গেল। যদিও এদিন কাজল আসতে পারেননি শহরে না থাকার কারণে। এই অনুষ্ঠানে এসেই শাহরুখ জানান যে এই ছবিটা তাঁদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা ছবি, সেটার বিশেষত্ব কী। একই সঙ্গে তিনি এদিন জানান যে তিনি এমন ধরনের ছবি আরও বেশি করে করতে চান।
কুছ কুছ হোতা হ্যায়র ইভেন্টে এসে কী বললেন শাহরুখ?
কুছ কুছ হোতা হ্যায় ছবির স্ক্রিনিংয়ে এসে শাহরুখ খান এদিন বলেন, 'আমাদের জীবনে এই ছবিটার গুরুত্ব অনেক। ভীষণ জরুরি এটা। আপনার হয়তো কিছুটা বোঝেন সেটা, কিন্তু পুরোটা কারণ, কুছ কুছ হোতা হ্যায়।'
এরপর তিনি আরও বলেন যে, 'এখন জানি না যে আর লাভ স্টোরি করব কী করব না। ওগুলো এখন যুবকদের জন্য ছেড়ে দিলাম।' তিনি এই কথা বলতেই গোটা অডিয়েন্স চিৎকারে ফেটে পড়ে।
ইনস্টাগ্রামে এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'হ্যায়, এই শেষ কথা বলেই তো উনি মন জয় করে নিলেন! উনি ওঁর বুদ্ধি দিয়ে আমাদের মুগ্ধ করে দিতে কখনই ছাড়েন না।' এদিন শাহরুখ খান একটি কালো টিশার্ট এবং ছাই রঙা জিন্স পরে এসছিলেন। সঙ্গে ছিল কালো জ্যাকেট। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ের পরনে ছিল সাদা শাড়ি এবং কালো ব্লাউজ।