বাংলা নিউজ > বায়োস্কোপ > DDLJ-Shah Rukh Khan: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেকে বিশেষ স্বীকৃতি দ্য আকাদেমির! শাহরুখ-কাজলের ছবি পেল কোন সম্মান?
পরবর্তী খবর
DDLJ-Shah Rukh Khan: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেকে বিশেষ স্বীকৃতি দ্য আকাদেমির! শাহরুখ-কাজলের ছবি পেল কোন সম্মান?
1 মিনিটে পড়ুন Updated: 14 Jan 2024, 11:09 PM ISTSubhasmita Kanji
Dilwale Dulhania Le Jayenge: দ্য আকাদেমির তরফে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটির একটি গানকে ক্লাসিক তকমা দেওয়া হল।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেকে বিশেষ স্বীকৃতি দ্য আকাদেমির!
শাহরুখ ভক্তদের জন্য বছরের শুরুতেই সুখবর। দ্য আকাদেমির তরফে এদিন শাহরুখ খান এবং কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটির মেহেন্দি লাগা কে রাখনা গানটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত কিং খানের এই আইকনিক ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এমনকি দীর্ঘদিন ধরে সিনেমা হলে চলেছে এই ছবিটি। এবার সেই ছবির এই গানটির দেখা মিল দ্য আকাদেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গান দ্য আকাদেমির পেজে
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। এটি বলিউডের অন্যতম সফল ছবি। জনপ্রিয়ও বটে। বলিউডের ইতিহাসের মাইলফলক এই ছবিটি। এখনও এটি মুম্বইয়ের মারাঠা মন্দিরে চলছে। নিয়মিত সেখানে এই ছবির শো থাকে। এবার এই হিট ছবির গান মেহেন্দি লাগা কে রাখনাকে ক্লাসিক তকমা দিল দ্য আকাদেমি।
এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খান এবং কাজলকে। এই ছবিটির মাধ্যমেই পরিচালক হিসেবে ডেবিউ করেছিলেন আদিত্য চোপড়া। কিং অব রোম্যান্সের তকমা পান শাহরুখ খান। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি সেই সময় ভারতে ১.০৬ বিলিয়ন এবং দেশের বাইরে ১৬০ মিলিয়ন টাকা আয় করেছিল। ফিল্মফেয়ারে ১০ টি বিভাগে সেই বছর পুরস্কার পেয়েছিল এই ছবিটি। এই ছবির গান থেকে গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে।
এদিন দ্য আকাদেমির তরফে এই ক্লিপ শেয়ার করা হলে উচ্ছ্বাসে ফেটে পড়েন কিং খান ভক্তরা। বছরের শুরুতে এমন খুশির খবর পেলে কেই বা খুশি না হয়ে যায়। এই ক্লিপ প্রকাশ্যে আসার পর সেটা নিমেষে ভাইরাল হয়ে যায়।