আয়কর না দেওয়ার অভিযোগ উঠেছিল শাহরুখ খানের বিরুদ্ধে! এই নিয়ে অভিনেতা জড়িয়ে পড়েছিলেন মামলাতেও। অবশেষে মিলল স্বস্তি। শাহরুখের জনপ্রিয় ছবি ‘রা ওয়ান’ ২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর এই ছবি নিয়েই তৈরি হয়েছিল আয়কর বিতর্ক। দাবি করা হয়েছিল যে কিং খান নাকি ছবির আয়ের উপর যে পরিমাণ কর হয়, তা তিনি কর হিসেবে ভারতে প্রদান করেননি। আয়কর দফতর নায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল। আর তার জেরেই ফের তাঁর আয়কর রিটার্ন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। আয়কর আপিল ট্রাইবুনাল সেই নির্দেশ খারিজ করেছে।
৮৩.৪২ কোটি টাকা আয়ের কথা প্রকাশ করে ২০১২-১৩ অর্থবর্ষে আয়কর রিটার্ন পেশ করেছিলেন শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থা। ওই অর্থবর্ষেই ‘রা ওয়ান’ ব্যবসার নিরিখে ব্রিটেনের একটি সংস্থাকে ১০ কোটি টাকা দিয়েছিল নায়কের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ'।
আরও পড়ুন: আর দেখা যাবে না ‘শৌর্য’কে! সত্যি বন্ধ হচ্ছে মিঠিঝোরা, সপ্তর্ষির পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে
উৎস কর (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) হিসেবে ১ কোটি টাকা কেটে নেয় 'রেড চিলিজ'। ব্রিটেনের সংস্থা ব্রিটেনে দেয় কর হিসেবে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়ে শাহরুখকে শেষ পর্যন্ত ৭ কোটি ৬০ লক্ষ টাকা দেয়। এই টাকাকে অর্জন করা আয় হিসেবে দেখানো হয়। জানানো হয় ব্রিটেনে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা কর হিসেবে দেন অভিনেতা।
তবে এই বিষয় নিয়েই আপত্তি তৈরি হয় আয়কর দফতরের পক্ষ থেকে। আয়কর দফতর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই ভাবে লেনদেন করায় ভারতের রাজস্ব ক্ষতি হয়েছে। কিন্তু এই বিষয়ে ট্রাইবুনাল জানিয়েছে, এ নিয়ে নতুন কোনও তথ্য আয়কর দফতর জানাতে পারেনি। ২০১২-১৩ অর্থবর্ষ শেষ হওয়ার চার বছর পরে শাহরুখের রিটার্ন ফের খতিয়ে দেখার নির্দেশ জারি করেছিল তারা। তাদের পাঠানো নোটিশের জবাবে আয়কর অফিসারের দাবি সম্পূর্ণ খারিজ করেছিলেন শাহরুখ।
আরও পড়ুন: কাশীর আদলে তৈরি এই সেটে প্রিয়াঙ্কা চোপড়া! এসএস রাজামৌলির নতুন সিনেমার ছবি ফাঁস
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘রা ওয়ান’ -এ দ্বৈত ভূমিকায় নজর কেড়েছিলেন শাহরুখ। সেখানে তাঁকে বৈজ্ঞানিকের চরিত্রে দেখা গিয়েছিল। তাছাড়াও 'রোবট' ‘জি ওয়ান’ বা ‘জীবন’-এর ভূমিকাতেও অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল করিনা কাপুর খানকে। তাছাড়াও ছবিতে 'রোবট' অবতারে ক্যামিও করেছিলেন সুপারস্টার রজনীকান্ত।