বলিউড বাদশা শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ বলেছেন। পাশাপাশি তিনি এও বলেন যে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন 'বহিরাগত'। শুক্রবার ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিয়োতে শাহরুখ ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়েও কথা বলতে গিয়ে নিজের বিষয়ে এইসব মন্তব্য করেছেন।
বলিউড বাদশা শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ বলেছেন। পাশাপাশি তিনি এও বলেন যে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন 'বহিরাগত'। শুক্রবার ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিয়োতে শাহরুখ ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়েও কথা বলতে গিয়ে নিজের বিষয়ে এইসব মন্তব্য করেছেন।
‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি ভার্সানে নায়ক 'মুফাসা' -এর কণ্ঠ দিয়েছেন। এই অ্যানিমেটে ছবিটির প্রচারমূলক ভিডিয়োটিতে নিজের সঙ্গে মুফাসার তুলনা করতে গিয়ে কিং খান তাঁর নিজের বিষয়ে এই কথাগুলি ভাগ করে নিয়েছেন। ভিডিয়ো ক্লিপটিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি যদি বিনয় না করে বলি, তাহলে বলতে হয় হ্যাঁ এটা আমারই গল্প, মুফাসার গল্প আমার সঙ্গে মিলে যায়। টেকনিক্যালি বলতে গেলে, যার বাবা-মা নেই সে অনাথ। আমিও খুব অল্প বয়সে আমার বাবা-মাকে হারিয়েছি, তাই সেই দিক থেকে দেখতে গেলে আমি একজন আধা-অনাথ। আমারও কোনও পরিবার ছিল না। 'প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে বাবা ও মাত্র ২৪ বছর বয়সে মাকে হারিয়েছিলেন শাহরুখ।
শাহরুখ আরও বলেন, ‘এটা একজন বহিরাগতের গল্প। আর আমিও এই ইন্ড্রাস্টিতে একজন ‘বহিরাগত’। কারণ আমার পরিবারের কেউ আমার আগে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি দিল্লি থেকে মুম্বইতে এসেছিলাম, তাই আমিও একজন বহিরাগত। এটা রাজার গল্প। হ্যাঁ, আমি কিং।’
শাহরুখ খান নিজের সঙ্গে ‘মুফাসা’ -এর তুলনার পাশাপাশি 'মুফাসা' -কে নিয়ে নানা কথা বলেছেন। তাঁর মতে, ‘আমি মনে করি এটি ত্যাগ, বন্ধুত্ব এবং আনুগত্যের একটি খুব আকর্ষণীয় গল্প। আমি যখন ছবিটির ডাবিং করছিলাম, তখন অনেকটা আবেগ অনুভব করতাম। কাজটা করতে করতে বার বার মনে হয়েছিল, ‘কী সুন্দর মানুষ, কী দারুণ চরিত্র। কী সুন্দর 'হিউম্যানবিয়িং’ সিংহ।
শাহরুখ ডিজনির আসন্ন ছবির হিন্দি সংস্করণে 'মুফাসা' -এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাঁর ছেলে আরিয়ান খান ‘সিম্বা’-এর কণ্ঠ দিয়েছেন এবং আব্রাম তরুণ ‘মুফাসা’ -এর কণ্ঠ হিসেবে কাজ করেছে। তাছাড়াও পুম্বা চরিত্রে সঞ্জয় মিশ্র, টিমনের চরিত্রে শ্রেয়াস তালপাড়ে এবং টাকা চরিত্রে মিয়াং চ্যাং কণ্ঠ দিয়েছেন।