বাংলা নিউজ > বায়োস্কোপ > নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান! চুপিচুপি কী পরামর্শ দিলেন বাদশা? জানলে বদলে যাবে আপনার লাভ লাইফ
পরবর্তী খবর
নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান! চুপিচুপি কী পরামর্শ দিলেন বাদশা? জানলে বদলে যাবে আপনার লাভ লাইফ
1 মিনিটে পড়ুন Updated: 08 Dec 2024, 10:30 AM ISTSayani Rana
দিল্লিতে তিনি একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি বর, কনে এবং অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয়, তিনি রীতিমতো হয়ে উঠেছিলেন নবদম্পতির 'লাভ গুরু'।
নবদম্পতির 'লাভ গুরু' শাহরুখ খান! জানুন বাদশার পরামর্শ, বদলে যাবে আপনার লাভ লাইফ
শাহরুখ খান, বলিউডের বাদশা, তাঁর অতুলনীয় ক্যারিশমায় তিনি সবার মনে রাজ করেন। আরও একবার তিনি দিল্লিতে সেই প্রমাণই দিলেন। দিল্লিতে তিনি একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি বর, কনে এবং অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল।
তবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয়, তিনি রীতিমতো হয়ে উঠেছিলেন নবদম্পতির 'লাভ গুরু'। সুপারস্টার নবদম্পতিকে কিছু পরামর্শ দিয়েছিলেন, শাহরুখ তাঁদের বলেন, ‘আপনারা যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখেন তবে আপনাদের বিবাহিত জীবনে কোনও সমস্যা হবে না। তবে যদি কোনও সমস্যা হয়ে থাকে তবে চিন্তা করবেন না, আমি একজন লাভ গুরু। আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করব।’ তবে কেবল দম্পতি নয় অনুষ্ঠানের সকলকে মাতিয়ে রেখেছিলেন কিং খান।
তবে জমকালো এই বিয়ের অনুষ্ঠানে কেবল শাহরুখ নন, করণ জোহর থেকে গহর খান, সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের মতো বলিউডের তারকারা অতিথি তালিকায় ছিলেন। কিন্তু সকলের মাঝেও কিং খানই ছিলেন আলোকবৃত্তে। বর এবং কনের সঙ্গে মজার মজার কথা বলা থেকে শুরু করে তাঁদের পরিবারের সকলকে আনন্দে মাতিয়ে রেখেছিলেন অভিনেতা।
ওই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়ো ক্লিপও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এসআরকে আগত অতিথিদের সঙ্গে ‘জব তক হ্যায় জান’- এর সেই আইকনিক কবিতা আবৃত্তি করছেন, কিন্তু তাতেও ছিল হাসির মোড়ক। যা একেবারে উৎসবের মেজাজের সঙ্গে মানানসই।
তাঁর ব্যক্তিত্ব দিয়ে, অভিনেতা আবারও প্রমাণ করেছেন যে কেন তিনি বলিউডের একমাত্র বাদশা হিসাবে রাজত্ব করে চলেছেন। বিয়ে বাড়ির প্রতিটি মুহূর্তকে তিনি অসাধারণ করে তুলেছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে, ‘দ্য লায়ন কিং’ -এর প্রিক্যুয়াল ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি ভার্সানে নায়ক 'মুফাসা' -এর কণ্ঠ দিয়েছেন। তাছাড়াও নায়কের বড় ছেলে আরিয়ান খান ‘সিম্বা’-এর কণ্ঠ দিয়েছেন এবং আব্রাম তরুণ ‘মুফাসা’ -এর কণ্ঠ হিসেবে কাজ করেছে। তাছাড়াও পুম্বা চরিত্রে সঞ্জয় মিশ্র, টিমনের চরিত্রে শ্রেয়াস তালপাড়ে এবং টাকা চরিত্রে মিয়াং চ্যাং কণ্ঠ দিয়েছেন। ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে 'মুফাসা: দ্য লায়ন কিং'।