মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়াতে জাঁকজমক করে গণেশ আরাধনা করেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। গত ১৯ সেপ্টেম্বর আম্বানিদের বাড়ির গণেশ পুজোতে হাজির ছিল গোটা বলিউড। আম্বানিদের বাড়ির গণেশ পুজোয় সপরিবারে যোগ দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। প্রতি বছরের মতোই এ বছরও আম্বানিদের পুজোয় ছিল চাঁদের হাট।
এ দিন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম খান এবং শাশুরি মায়ের সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। ছোট ছেলে আব্রাহামের হাত ধরে অনুষ্ঠান বাড়িতে পৌঁছতে দেখা গিয়েছে কিং খানকে। বাদামী রঙের পাঠানি কুর্তা এবং কালো পাজামা পরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ। ছোট্ট আব্রাম পরেছিল আকাশি রঙের কুর্তা এবং পাজামা। সে যেন এক্কেবারে বাবা শাহরুখের কার্বন কপি। আরও পড়ুন: আম্বানিদের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো, যোগ দিল গোটা বলিউড, হাজির কারা
এ দিন শাহরুখের পাশাপাশি চর্চায় ছিল গৌরীর লুক। দুধ সাদা ঝলমলে সারারা পরে আম্বানিদের গণেশ পুজোয় প্রতিবারের মতো যোগ দেন গৌরী খান। শাহরুখ কন্যা সুহানাও মায়ের সঙ্গে রংমিলিয়ে স্টাইলিশ ভারী কাজের সালোয়ার পরেছেন। আম্বানিদের বাড়িতে প্রবেশ করতেই পাপারাৎজ্জির ক্যামেরার ঝলকানি উপচে পড়ে তারকা পরিবারের উপর। অ্যান্টিলিয়ার লনে দাঁড়িয়ে পাপারাৎজ্জির সামনে সপরিবারে পোজ দেন শাহরুখ।