বক্স অফিসে অক্ষয় কুমারের সেলফির কপাল খুব মন্দ। ২০২২ সালেও সাফল্যের মুখ দেখেননি অক্ষয়। খবর বলছে ইমরান হাসমি-অক্ষয় কুমারের এই ছবিখানা প্রথম দিনে মাত্র ১.০৩ কোটির ব্যবসা করেছে। ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পরিচালনার দায়িত্বে গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা। সিনেমায় রয়েছেন নুসরত বারুচা ও ডায়না পেন্টিও।
ট্রেড অ্যানালিসিস্ট তরন আদর্শ টুইট করেছেন, ‘পিভিআরে ৬৪ লাখ, আইনক্সে ৪৩ লাখ, সিনেপলিসে ২৩ লাখ, মোট ১.৩০ কোটি। আশ্চর্যজনকভাবে সংখ্যা খুবই কম!’ সঙ্গে তিনি এখনও পর্যন্ত ২০২৩-এর অন্যান্য মুক্তিপ্রাপ্ত মেজর ছবিগুলির ওপেনিংও শেয়ার করেছেন টুইটে। আর তা হল- পাঠান: ২৭.০৮ কোটি, শেহজাদা: ২.৯২ কোটি
আর এই হিসেবে অক্ষয়ের এই সিনেমা তাঁকে সবচেয়ে খারাপ ওপেনিং দিয়েছে বিগত ১০ বছরে। আরও পড়ুন: ‘১০ লাখও হবে না…!’, অক্ষয় কুমারের সেলফি ‘ফ্লপ’, করণ জোহরকে দুষলেন কঙ্গনা