Satish Kaushik's daughter: সতীশ হারিয়েছিলেন ২ বছরের ছেলেকে, তাঁর ১০ বছরের মেয়ে বংশিকা হারাল বাবাকে
1 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2023, 06:36 PM ISTকথা বলার মতো মানসিক পরিস্থিতিতে নেই ছোট্ট বংশিকা কৌশিক। কী বলবে, কী ভাববে তা হয়ত ছোট্ট মেয়েটির জানা নেই। কথা বলার ভাষা হারিয়ে ইনস্টাগ্রামে বাবাকে দুহাতে জডিয়ে থাকার একটি ছবি পোস্ট করেছে সতীশ কন্যা, সঙ্গে জুড়েছে ভালোবাসার ইমোজি। বংশিকার পোস্টে শোকপ্রকাশ করেছেন তাঁকে সান্ত্বনা দিয়েছেন অভিনেতার বহু অনুরাগী।
সতীশ কৌশিকের মেয়ে বংশিকা