‘সারাভাই ভার্সেস সারাভাই’-তে জসমিন চরিত্রে অভিনয় করা বৈভবী উপাধ্যায় মঙ্গলবার সকালে প্রয়াত হন। জানা যাচ্ছে, হিমাচল প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বৈভবীর। মাত্র ৩২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। আপাতত অভিনেত্রীর মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে মুম্বইতে। বুধবার সকাল ১১টায় মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
‘সারাভাই ভার্সেস সারাভাই টেক ২’-তে বৈভবীর সঙ্গে কাজ করা প্রযোজক-অভিনেতা জেডি মাজেথিয়া খবরের সত্যতা যাচাই করেছেন। তিনি জানান, অভিনেত্রীর গাড়ি পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে গিয়ে পড়ে। আরও জানা যাচ্ছে, গাড়িতে বৈভবীর সঙ্গে ছিলেন তাঁর হবু বর, যাঁর অবস্থা স্থিতিশীল। দুজনের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল।
জেডি মাজেথিয়া খবর শুনে মর্মান্তিক আঘাত পান। কান্নাভেজা গলায় জানান, ‘এটি অবিশ্বাস্য, দুঃখজনক এবং মর্মান্তিক। জীবন যে এতটা অনিশ্চিত তা যেন বিশ্বাস করতে পারছি না।’
জেডি টুইট করেন, ‘জীবনের কোনও ভরসা নেই। খুব ভালো একজন অভিনেত্রী, আমার খুব কাছের বন্ধু বৈভবী উপাধ্যায় প্রয়াত হয়েছে। যাকে লোক সারাভাই ভার্সেস সারাভাই-এর জেসমিন হিসেবেই বেশি চিনত। উত্তর ভারতে দুর্ঘটনার মুখে পড়ে। পরিবার ওকে মুম্বইতে ফিরিয়ে আনবে শেষ কাজের জন্য বুধবার সকাল ১০টা নাগাদ। তোমার আত্মার শান্তি কামনা করি বৈভবী।’
‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছাড়াও বৈভবীকে দেখা গিয়েছে টিভি শো ‘কেয়া কাসুর হ্যায় আমলা কা’, ডিজিটাল সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’ এবং ‘ছপক’ ছবিতে। গুজরাটি থিয়েটারের জগতে বেশ জনপ্রিয় ছিলেন বৈভবী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )