Sandy Saha: স্কুলে সিনিয়রদের হাতে যৌন হেনস্থা, আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্যান্ডি সাহা!
1 মিনিটে পড়ুন Updated: 08 Jun 2022, 04:51 PM IST‘আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার আচরণ সবকিছু একটু মেয়েলি ছিল বা মেয়েদের মতো ছিল।’, বলেছিলেন স্যান্ডি সাহা।

সোশ্যাল মিডিয়ার পরিচিত নাম স্যান্ডি সাহা। কনটেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে শুরুটা সহজ ছিল না। নিজেও সেকথা বেশ কয়েকবার তুলে ধরেছেন। জোশ টকের মঞ্চেও সন্দীপ সাহা ওরফে স্যান্ডিকে কথা বলতে শোনা গিয়েছিল এই নিয়ে।
স্যান্ডি সেইসময় জানিয়েছিলেন, ‘আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার আচরণ সবকিছু একটু মেয়েলি ছিল বা মেয়েদের মতো ছিল। পরিবার বা আশেপাশের মানুষের থেকে শুনতে হয়েছিল অনেক কিছু। আসেল পুরুষ বলতে যেরকম, সেরকম আমি কখনোই ছিলাম না।’
স্যান্ডি জানান, এই সব কারণের জন্য তিনি স্কুলে সিনিয়রদের কাছে খিল্লির বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন। একদিন ছুটির পর স্কুলের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তারওপর শারীরিক নির্যাতন করে তারা। এরপর বেশ কিছুবার এরকম করা হয় স্যান্ডির সঙ্গে। এমনকী হাত দেওয়া হয় প্রাইভেট পার্টসে। এরপর সবকিছু নিয়ে ভেঙে পরেছিলেন বছর ১৩-১৪-র স্যান্ডি। এমনকী, সেইসময় আত্মহক্যারও চেষ্টা করেন। স্যান্ডির কথায়, ‘এখনও আমার নিজের ওই কাজের জন্য আফশোস হয়। তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলুন আমি বেঁচে যাই।’ আরও পড়ুন: ‘ফাংশনে মিও আমোরে গাইলে উত্তেজনা হয় না দাদু, রূপঙ্করকে ট্রোল করলেন স্যান্ডি সাহা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports