খোলা মাঠ, সেখানে একটা যোগা ম্যাট পেতে উপুর হয়ে মুখোমুখি আধ শোওয়া অবস্থায় রয়েছেন দু'জন। একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে এরাঁ আর কেউ নন ববি দেওল, রণবীর কাপুর। ভাবছেন, হঠাৎ রণবীর-ববি দেওলের এমন হাল কেন?
তাহলে খোলসা করেই বলা যাক, এটা আসলে 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিংয়ের সময় তোলা। ছবি মুক্তির ১ বছর পূর্তি উপলক্ষ্যে এই ছবিটি পোস্ট করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। গতবছর (২০২৩) ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’ ছবিটি। দেখতে দেখতে ১ বছর পার হয়ে গিয়েছে। আর তাই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অ্যানিম্যাল’-এর ১ বছর। এই পোস্টের নিচে বহু নেটিজেন ভালোবাসা জানিয়েছেন। পোস্টের নিচে অসংখ্য হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন ববি দেওল।
হ্য়াঁ, ঠিক একবছর আগে এই দিনেই রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি সিনেমাহলে মুক্তি পায়। সেসময় ছবিটি প্রেক্ষাগৃহে ঝড় তুলছিল। ১০০ কোটির এই ছবি বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করে। ছবি ব্লকবাস্টার, তবে এছবি ঘিরে কিছু কম বিতর্ক হয়নি।
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?