1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2024, 11:04 AM ISTSayani Rana
জোরাওয়ার আহলুওয়ালিয়ার সঙ্গে অভিনেতা কুশা কপিলার বিবাহবিচ্ছেদ নিয়ে কৌতুক অভিনেতা সময় রায়নার রোস্ট ঘিরে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এবার সময় এই ঘটনা নিয়ে মুখ খুললেন। জানালেন কুশা ও তাঁর সম্পর্কের অবনতির কথা।
জোরাওয়ার আহলুওয়ালিয়ার সঙ্গে অভিনেতা কুশা কপিলার বিবাহবিচ্ছেদ নিয়ে কৌতুক অভিনেতা সময় রায়নার রোস্ট ঘিরে বিতর্ক এখনও অব্যাহত। চলতি বছরের শুরুর দিকে কুশা এই কৌতুককে ‘অমানবিক’ বলে ছিলেন, পাশাপাশি বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন দু'জন। এবার সময় এই ঘটনা নিয়ে মুখ খুললেন। জানালেন কুশা ও তাঁর সম্পর্কের অবনতির কথা।
রেডিট এএমএএস (আস্ক মি এনিথিং) সেশনের সময়, কৌতুক অভিনেতা জানিয়েছেন যে, যেদিন তাঁরা আবার এই ঘটনা ভুলে হাসতে পারবেন, এগিয়ে যেতে পারবেন সেই সময় এখনও আসেনি।
আস্ক মি এনিথিং সেশনের মাঝখানে একজন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার প্রিয় কৌতুক অভিনেতা কে? এবং আপনি কীভাবে বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেন? কুশার সঙ্গে এখনও আপনার বন্ধুত্ব রয়েছে?’ এই প্রশ্ন চাইলেই সময় উপেক্ষা করতে পারতেন, কিন্তু তা না করে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘আমার কোনও প্রিয় কমেডিয়ান নেই, কিন্তু পছন্দের কমিক্স রয়েছে। আমি এত কমিক্স পছন্দ করি এবং পড়ি যে আমি যদি তার একটা তালিকা বানাতে শুরু করি তবে তা শেষ হবে না। আমি বিতর্কের পিছনে ছুটছি না, আমি কেবল নিজের মতো থাকি। কিন্তু তাতেও কিছু না কিছু ঘটে যায়। আর কুশার ঘটনাও কিছুটা সে রকমই। আর এই ঘটনার পর আমাদের সম্পর্কের সমীকরণ অনেকটা বদলে গিয়েছে। আমাদের বন্ধুত্ব আর আগের মতো নেই। আমরা খুব কমই কথা বলি। তবে আমি সম্প্রতি ওঁর সঙ্গে কথা বলেছি, আমার সত্যি খুব ভালো লেগেছিল! ওঁকে আমি সত্যি খুব পছন্দ করি। আমি আশা করি একদিন কুশা ও আমি সবকিছু নিয়ে খোলাখুলিভাবে হাসতে পারব, সেই সময় কবে আসবে তা আমার জানা নেই।’
কমেডি সিরিজ প্রিটি গুড রোস্ট শো এস ১ এর একটি পর্বে, কুশা অন্যান্য কৌতুক অভিনেতাদের সঙ্গে একটি রোস্টিং সেশনে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই কুশার বিয়ে এবং জোরাওয়ারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা করেছিলেন সময়। আর এই মন্তব্যই বিতর্কের জন্ম দিয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছেন যে, রসিকতা করা আর সীমা অতিক্রম করার পার্থক্য সময় বোঝেন কিনা।
প্রসঙ্গত, ২০১৭ সালে জোরাওয়ারিনকে বিয়ে করেন কুশা। ২০২৩ সালের জুনে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এরপর সময় কুশাকে 'গোল্ড ডিগার' বলে রোস্ট করা শুরু করেছিলেন। তাছাড়াও কুশার বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা শুরু করেন, তাঁদের পোষা কুকুরের কথাও উল্লেখ করেন তিনি। সময় কুশাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘কুশার একটি মহিলা কুকুর রয়েছে, যে অর্ধেক সময় কুশার সঙ্গে থাকে এবং বাকি অর্ধেক সময় সুখী থাকে। কুকুরটাকে জোরাওয়ারকে দিয়ে দাও। ওঁর জীবনে অন্তত একটা বি**চ থাকুক। কিছু কৌতুক অভিনেতা কুশার ওজন কমানো নিয়েও কটাক্ষ করেছিলেন।’