টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। এই শো শুধু আর টেলিভিশন শো নয়, এসে পড়েছে ওটিটিতেও। ওটিটিতে এই বিতর্কিত রিয়েলিটি শো তালিকায় সবার উপরে। ২০২১ সাল থেকে চালু হয়েছে ওটিটি ‘বিগ বস’। সে বছর সঞ্চালকের আসনে ছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
ভুট-এ অগস্ট থেকে সেপ্টেম্বর (২০২১ সাল) পর্যন্ত স্ট্রিমিং হয়েছিল ওটিটি বিগ বস-এর প্রথম সিজন। প্রায় দুই বছর পর, স্ট্রিমিং জায়ান্ট জিও সিনেমায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ওটিটি বিগ বস-এর দ্বিতীয় সিজনের। তবে চমক এখানেই শেষ নয়। ‘বিগ বস ওটিটি ২’-এর সঞ্চালের আসনে করণ জোহরের পরিবর্তে দেখা যাবে সলমন খানকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। হোস্ট হিসাবে সলমনকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা।
আসলে রিয়ীলিটি শো-র সঞ্চালনায় সলমন খানের জনপ্রিয়তায় ধারে কাছে ঘেঁষতে পারেন না অনেকেই। ‘বিগ বস’-এ সলমনের সঞ্চালনায় জনপ্রিয়তা তুঙ্গে। রিয়েলিটি শোয়ের প্রযোজকরা ইনস্টাগ্রামের পাতায় নতুন প্রোমোর ঝলক শেয়ার করেছেন। ভিডিয়োটিতে সলমান খান ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ‘ইস বার ইতনি লাগেগি কি আপকি মাদাদ লাগেগি’। আরও পড়ুন: দীপিকা এলেও তোমাকে ছাড়ব না! শিল্পাকে কেন এরকম বলে বসলেন স্বামী রাজ