বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan Update: এ আর মুরুগাডোসে নাকি কবীর খান, কার ছবি নিয়ে বেশি উৎসাহ সলমনের: রিপোর্ট
পরবর্তী খবর
Salman Khan Update: এ আর মুরুগাডোসে নাকি কবীর খান, কার ছবি নিয়ে বেশি উৎসাহ সলমনের: রিপোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 10:36 AM ISTPriyanka Bose
Salman Khan Update: কবীর খানের একটি সিনেমা নিয়ে কিছু দিন আগেই সলমনের সঙ্গে কথা বলেছিলেন সাজিদ। এরপর এ আর মুরুগাডোসের প্রোজেক্ট নিয়ে কথা হয় তাঁদের মধ্যে।
সলমন খান
তিন দশকের অভিনয় কেরিয়ারে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা সলমন খান। তার বেশ কিছু হিট সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সেগুলির মধ্যে রয়েছে- ‘যোদ্ধা’, ‘জানে মান’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’-এর মতো সিনেমা।
২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। এর মাধ্যমে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অভিষেক ঘটে পরিচালক হিসেবে। এরপর কেটে গিয়েছে ১০ বছর। কিন্তু আর কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। একাধিক রিপোর্ট অনুসারে, দীর্ঘ বিরতির পর বড় বাজেটের একটি সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সলমন-সাজিদ। পরিচালক এ আর মুরুগাডোসের সঙ্গেই কাজ করবেন সলমন। আরও পড়ুন: চোট পেয়ে হাতে বেল্ট পরা, তাও জিমে কঠোর পরিশ্রম ভিকির, রইল অবাক করা ভিডিয়ো
একই সঙ্গে শোনা যাচ্ছে, কবীর খানের একটি সিনেমা নিয়ে কিছু দিন আগেই সলমনের সঙ্গে কথা বলেছিলেন সাজিদ। এরপর এ আর মুরুগাডোসের প্রোজেক্ট নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। সলমন এ আর মুরুগাডোসের প্রোজেক্টে বেশি উৎসাহ দেখিয়েছেন।