বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 17 Update: অঙ্কিতাকে নিজের সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না ভিকি, মেজাজ হারিয়ে তুলোধনা সলমনের
পরবর্তী খবর
Bigg Boss 17 Update: অঙ্কিতাকে নিজের সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না ভিকি, মেজাজ হারিয়ে তুলোধনা সলমনের
1 মিনিটে পড়ুন Updated: 27 Oct 2023, 06:05 PM ISTSubhasmita Kanji
Bigg Boss 17 Update: অঙ্কিতাকে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দিচ্ছেন না তাঁর বর! বিকিকে রীতিমত তুলোধনা করলেন সলমন।
অঙ্কিতাকে প্রশ্ন সলমনের, তুলোধনা করতে ছাড়লেন না ভিকিকেও
বিগ বস ১৭ শুরু হয়েছে মাত্র কদিন হল কিন্তু এর মধ্যে চর্চায় উঠে এসেছে এই রিয়েলিটি শো। এখানে এবারের প্রতিযোগী হিসেবে আছেন অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। কিন্তু তাঁরা স্বামী স্ত্রী হলে কী হবে, তাঁদের হামেশাই এখানে ঝগড়া করতে দেখা যায়। অঙ্কিতার ভক্তরা অনেক সময়ই বলেন যে ভিকি নাকি তাঁকে নিজের সিদ্ধান্ত নিতে দেন না। ভিকি তাঁর মতামত চাপিয়ে দেন অভিনেত্রীর উপর।
ভিকি এবং অঙ্কিতাকে কী বলেছেন সলমন?
শুক্রবার কালার্স টিভির তরফে একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে এদিনের পর্বের। সেখানেই সলমন ভিকিকে রীতিমত তুলোধনা করলেন। অঙ্কিতাকে নিজের সিদ্ধান্ত নিতে না দেওয়ার জন্য তাঁকে যা নয় তাই কথা শোনান।
সলমন এদিন তাঁকে বলেন, 'আপনি ওঁকে কোনও সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না।' একই সঙ্গে অঙ্কিতাকে প্রশ্ন করেন, 'আপনি কি আপনার ব্যক্তিত্ব, স্বাধীনতা হারাতে এখানে এসেছেন?'
এই ভিডিয়ো পোস্ট করার পর অনেকেই এটার তারিফ করেছেন। সলমনের প্রশংসা করেন তাঁরা। ভিকি অসভ্যতার বিরুদ্ধে কথা বলার জন্য তাঁকে বাহবা দিয়ে বলেন, 'অঙ্কিতার গেম ভীষণ দুর্বল। সারাক্ষণ বরের কথায় নাচলে জিতবে কীভাবে?' কেউ আবার লেখেন, ‘ভিকির মতো বর থাকা মানেই জীবন শেষ। আপনার ক্ষতি বই ভালো কিছু করবে না। ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি।’