
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবারই শেষ হয়েছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টি। একে একে দেশে ফিরছেন তারকারাও। সঙ্গে চলছে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া। আইপিএল শেষে এমএস ধোনি ও তাঁর পরিবার সামিল হয়েছিলেন এবারের উদযাপনে। আর সোমবার এই ট্যুরের থেকে মেয়ে জিভা ও স্বামীর সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করলেন সাক্ষী ধোনি।
ইতালির পালেরমো শহরের ছবি শেয়ার করলেন সাক্ষী। একটি রেস্তোরাঁয় বাবা-মেয়ে জিভা ও ধোনির খুনসুটির ছবিও উঠে এল। সূর্যাস্তের একটি ছবি রয়েছে সেখানে, রয়েছে কমলা লেবুর বাগানের ছবি। কোনও ক্যাপশন ছাড়াই ছবিগুলি শেয়ার করে নেন সাক্ষী।
এর আগে আম্বানিদের ক্রুজ পার্টির ভিতর থেকেও ধোনির ছবি ফাঁস হয়েছিল। সেখানে একটি ছোট ছেলে ও এক অন্য অতিথির সঙ্গে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। ইউরোপ ভ্যাকেশনের আগে ধোনি বদলান নিজের হেয়ারস্টাইল। গিয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রায় সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের স্টুডিয়োতে।
আরও পড়ুন: ডিভোর্সের খেসারতে নাতাশাকে দেবেন ৭০% সম্পত্তি! মোট কত কোটির মালিক হার্দিক
ভক্তদের ধারণা, ৪২ বছর বয়সী ধোনি খেলবেন আরও একটা আইপিএল। ব্যাট হাতে আরও একটা বছর দেখা যাবে তাঁকে। যদিও এই ব্যাপারে এখনও কোনও নিশ্চিত তথ্য দেননি ধোনি। চলতি বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হতাশাজনক হার হয় চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে ২৭ রানে হেরে নকআউট পর্বে পা রাখতে ব্যর্থ হয় ধোনির দল।
আইপিএলে হৃদয় ভাঙার পর নিজের শহর রাঁচিতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল ধোনিকে। একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে, ধোনিকে রাঁচি শহরের রাস্তায় মোটরসাইকেল চালাতে দেখা গেছে।
১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিন ধরে মুম্বইতে চলবে আম্বানিদের ছোট ছেলে অনন্ত ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। ১২ জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান বা শুভ বিবাহের মধ্য দিয়ে যা শুরু হবে। এরপর শুভ আশীর্বাদ বা ঐশ্বরিক আশীর্বাদের জন্য একটি দিন রাখা হচ্ছে, সেটি হল শনিবার, ১৩ জুলাই। আর তারপর দিন ১৪ জুলাই রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।
গত সপ্তাহে একটি বিলাসবহুল ক্রুজ শিপে চড়ে ইউরোপ ঘোরে আম্বানিরা। ইতালি ও ফ্রান্সে চার দিনের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বলিউডের বড় বড় তারকারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports