১৬ জানুয়ারি, সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনা এখন গোটা দেশ জানে। তবে ঘটনায় পর থেকে দুশ্চিন্তার মধ্যে দিয়েই কেটেছে পতৌদি পরিবারের। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। তবে সইফের আঘাত ও ক্ষতর পরিমাণ কতটা? এটা নিয়ে বিভিন্ন লোকজনের কৌতুহলের অন্ত নেই।
বুধবার সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা একটি ছবিতে উঠে এসেছে সইফের ব্যান্ডেজ করা ঘাড়। যে ছবিতে ছেলে ইব্রাহিম ও ফ্যাশন ডিজাইনার ডেভি বেইনস-গিলের সঙ্গে দেখা গিয়েছে সইফ আলি খানকে। ইতিমধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। তবে জানা যাচ্ছে, হামলার ঘটনায় একাধিক আঘাত ও অস্ত্রোপচারের পরে এখন বেশকিছুটা সুস্থ হয়ে উঠছেন সইফ।
অস্ত্রোপচারের পর সইফ
আরমান ডিবিজির প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার ডেভি বেইনস-গিলের শেয়ার করা ছবিতে সইফ হাসিমুখে পোজ দিয়েছেন। যেখানে তাঁকে সাদা চোস্তা আর নীল টি-শার্টে দেখা গিয়েছে। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন ডেভি বেইনস গিল, তাঁর পরনে সাদা টি-শার্ট আর নীল টর্ন জিন্স, সঙ্গে নীল শার্ট ও সাদা প্যান্টে দেখা গিয়েছে ইব্রাহিমকে। আর এই ছবিতে সইফ গলায় লাগানো ব্যান্ডেজ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে।
আরও পড়ুন-ওশো রজনীশ হয়ে ধরা দেবেন মিঠুন! মহাগুরু বলছেন, ‘লোকে বলে আমায় ওঁর মতো দেখতে…’
আরও পড়ুন-ছেলে না মেয়ে? স্বামী ও পরিবারের সঙ্গে সাধের দিন এমন খেলায় নিন্দের মুখে, কী বললেন রূপসা