বক্সঅফিসে বিরাট সাফল্য কিছু পায়নি। কিন্তু সমালোচকদের মন জয় করেছে ‘ঘুমর’। অভিষেক বচ্চন এবং সায়ামি খের অভিনীত এই ছবি নিয়ে তাই চর্চা চলছেই। এরই মধ্যে আরও এক বড় ‘সমালোচক’-এর ভূয়সী প্রশংসা আদায় করে নিল এই সিনেমা। তিনি আর কেউ নন, সচিন তেন্ডুলকর।
(আরও পড়ুন: অভিষেকের ‘ঘুমর’-এর চিয়ারলিডার হলেন এক সুপারস্টার আর তাঁর মেয়ে! কারা বলুন তো)
হালে বড়পর্দায় ‘ঘুমর’ দেখে এলেন সচিন। ছবিটি দেখে কেমন লাগল? সিনেমাহলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন ভারতীয় ক্রিকেট সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। সেই ভিডিয়ো তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। কী বলেছেন সচিন?
(আরও পড়ুন: দু-দিনে আয় মাত্র ২ কোটি! গদর ২ সুনামির মাঝে পাত্তা পেল না অভিষেক-সায়ামির ‘ঘুমর’)
সচিন বলেছেন, ‘এই মাত্র ‘ঘুমর’ দেখে বেরোলাম। প্রচণ্ড উদ্বুদ্ধ করার মতো ছবি।’ এর পরে তিনি বলেন, প্যাশন আর স্বপ্ন যেখানে থাকে, সেখানে কোনও বাউন্ডারি লাইন থাকে না। যে কোনও ধরনের টার্গেটই সেখানে ছোঁয়া সম্ভব। তাঁর কথায়, ‘আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি, ওঠা-পড়া লেগেই থাকে। এই সিনেমার গল্পটার ক্ষেত্রেও তাই। কিন্তু খেলাধুলো আমাদের সেটার সঙ্গে মানিয়ে ওঠার শিক্ষাই দেয়। ব্যর্থতা, চোটআঘাত, হতাশা— এগুলো আমাদের অনেক কিছু শেখায়। আর সেটাই এই সিনেমাটারও বিষয়বস্তু। আমি তো বলব, বড়দের পাশাপাশি ছোটদেরও এই সিনেমাটা অনেক কিছু শেখাতে পারে।’
(আরও পড়ুন: হটসিটে বসা অভিষেককে ৬.৪ লাখের জন্য জলের মতো সোজা প্রশ্ন! 'স্ক্রিপ্টেড শো', উঠল অভিযোগ)