পোস্ট অফিসে গিয়ে কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে গায়ক রূপঙ্কর বাগচির বিরুদ্ধে। একটি ভাইরাল পোস্টের ভিডিয়ো ঘিরেই বিতর্কের সূত্রপাত। ‘সেলিব্রিটি’ হওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ির বিরুদ্ধে। ভিডিয়োতে দাবি করা হয়েছে, গায়কের স্ত্রী পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন!
বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারী কর্মচারী দেবারতী দেবী রূপঙ্কর বাগচি এবং তাঁর চৈতালী লাহিড়ির বিরুদ্ধে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। সঙ্গে শেয়ার করেছেন ১৪ সেকেন্ডে একটি ছোট ভিডিয়ো। আরও পড়ুন: যাদবপুরের প্রার্থীর নাম ঘোষণা হতেই সায়নীকে ফোন মিমির, কী কথাবার্তা হল দু'জনের
ঠিক কী ঘটেছে?
দেবারতী দেবীর পোস্ট অনুযায়ী, ‘পেশায় গায়ক রূপঙ্কর বাগচী মহাশয় আজ সস্ত্রীক আমাদের পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে। প্রথমে সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহিড়ী (পরে বোঝা গেল উনি রূপঙ্কর বাবুর স্ত্রী ) এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে ‘তক্ষুনি’ করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেন, তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর..’।