ফের খবরে গায়ক রূপঙ্কর বাগচি। বেলগাছিয়া পোস্ট অফিসে সরকারি কর্মচারীকে হেনস্থার অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে। গায়কের স্ত্রী চৈতালী লাহিড়ি পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন বলেও অভিযোগ। ‘সেলিব্রিটি’ হওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ওই ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক।
বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারী কর্মচারী দেবারতী দেবী রূপঙ্কর বাগচি এবং তাঁর চৈতালী লাহিড়ির বিরুদ্ধে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। সঙ্গে শেয়ার করেছেন ১৪ সেকেন্ডে একটি ছোট ভিডিয়ো। গোটা বিষয়টি নিয়ে সদ্য মুখ খুলেছেন রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ি। আরও পড়ুন: পোস্ট অফিসে ‘ফা* ইউ’ বলে চিৎকার, রূপঙ্করকে ‘বগলদাবা’ করে আনলেন চৈতালী, কী ঘটেছে
সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে চৈতালি লাহিড়ি জানিয়েছেন, তিনি নিজে মহিলা কমিশনে কর্মরত। গায়ক-পত্নীর কথা অনুযায়ী, গোটা ঘটনা সকলের জানা প্রয়োজন। গত বার আধার কার্ডের সমস্যার জন্য ভোট দিতে পারেননি তিনি। তাই এ দিন আপডেট করানোর জন্য পোস্ট অফিসে গিয়েছিলেন। চৈতালি বলেন, ‘তখন ওঁরা বলেন, এখানে সকাল থেকে লাইন পড়ে, আপনি এখন এলে হবে না। তখন আমি বলি, পোস্ট অফিসে কোথাও লেখা নেই- ১০টার সময় এসে কুপন নিতে হবে। তার পালটা আমি বলি, কেন হবে না? সেটা জানার অধিকার আছে আমার। আমি রাইট টু ইনফরমেশনে চিঠি করব। ..এসব কথা শুনে ওঁরা উত্তেজিত হয়ে যান। কারণ ওঁদের ওখানে দালালি চলে। যে আধারকার্ডের কাজ করতে ৫০ টাকা লাগে, সেটার পরিবর্তে গরীব মানুষদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে নেয় দালালরা’।